Crime News: রাতের অন্ধকারেই লোপাট...! মেমারিতে ঘটে গেল ভয়াবহ কাণ্ড! শুনলে তাজ্জব হবেন
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:Saradindu Ghosh
Last Updated:
Crime News: আবার চুরি। এবারও ফের চন্দন গাছ চুরির ঘটনা ঘটল পূর্ব বর্ধমানের মেমারি থানা এলাকায়। মেমারির কলানবগ্রাম শিক্ষা নিকেতন থেকে সোমবার রাতে দুটি চন্দন গাছ চুরি হয়েছিল।
পূর্ব বর্ধমান: আবার চুরি। এবারও ফের চন্দন গাছ চুরির ঘটনা ঘটল পূর্ব বর্ধমানের মেমারি থানা এলাকায়। মেমারির কলানবগ্রাম শিক্ষা নিকেতন থেকে সোমবার রাতে দুটি চন্দন গাছ চুরি হয়েছিল। সেই ঘটনার এখনও কিনারা হয়নি। তার মধ্যেই আবারও চন্দন গাছ কেটে নিয়ে গেল দুষ্কৃতীরা। মেমারি থানার কোথায় ঘটল এমন ঘটনা?
পূর্ব বর্ধমানের মেমারি শিক্ষা নিকেতনের চন্দন গাছ চুরির রেশ কাটতে না কাটতেই আবারও চন্দন গাছ চুরির ঘটনা ঘটল পূর্ব বর্ধমান জেলার মেমারি ১নম্বর ব্লকের দলুই বাজার ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কলানবগ্রামের কাছে পশ্চিম কলুপুকুর এলাকায়। তা কলানবগ্রাম শিক্ষা নিকেতন বা সতীশ চন্দ্র বিদ্যানিকেতনের ঢিল ছোড়া দূরত্বে।
আরও পড়ুন-বেরিয়ে এল সত্যিটা…! ICU-তেও ভর্তি ছিলেন মুকুল, কী হয়েছিল বলি অভিনেতার? মৃত্যুর আসল কারণ কি ‘এটা’ই
advertisement
advertisement
বৃহস্পতিবার গভীর রাত্রে পশ্চিম কলুপুকুর পাড়ার ভোলানাথ মালিকের পুকুরের পাড়ে চুরির ঘটনা ঘটে। ওই পুকুর পাড়ে কয়েকটি বহুমুল্য সাদা চন্দন গাছ লাগানো ছিল। তার মধ্যে দুটি চন্দন গাছ ও একটি চন্দন গাছের অর্ধেক অংশ গভীর রাতে দুষ্কৃতীরা কেটে নিয়ে গেছে। শুক্রবার সকালে গাছের মালিক ভোলানাথ মালিক মেমারি থানায় অভিযোগ দায়ের করেন। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
advertisement
এ ব্যাপারে ভোলানাথ বাবু বলেন, অনেক গাছ শিক্ষানিকেতন থেকে এনে আট দশ বছর আগে বসানো হয়েছিল। এর মধ্যে কয়েকটি বহু মূল্যের শ্বেত চন্দন গাছও রয়েছে। সকালে উঠে দেখি এই কাণ্ড ঘটিয়েছে দুষ্কৃতীরা। এর ফলে উদ্বেগে রয়েছি। আবার যে দুষ্কৃতীরা এই কাণ্ড ঘটাবে না তার নিশ্চয়তা কোথায়? সে কারণে এবার রাত পাহারার ব্যবস্হা করতে হবে।
advertisement
কলানবগ্রাম শিক্ষা নিকেতনের ভেতর থেকে একই কায়দায় দুটি বহুমূল্য সাদা চন্দন গাছে কেটে নিয়ে যায় দুষ্কৃতীরা। সেখানকার অধ্যক্ষ মেমারি থানা ও বনদফতরের কাছে অভিযোগ জানান। স্থানীয় বাসিন্দারাও দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন। এর মধ্যে শিক্ষা নিকেতনের আধ কিলোমিটার দূরেই আবার চন্দন গাছ চুরি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 24, 2025 8:02 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Crime News: রাতের অন্ধকারেই লোপাট...! মেমারিতে ঘটে গেল ভয়াবহ কাণ্ড! শুনলে তাজ্জব হবেন