এই রাজ্যে মহিলার দেহে কৃত্রিমভাবে যোনি প্রতিস্থাপন করা হল , দেখুন ভিডিও
Last Updated:
#ডায়মন্ড হারবার: ফের সাফল্য ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ ও হাসপাতালের। ল্যাপ্রোস্কোপি পদ্ধতিতে যোনি ও জরায়ুর সফল প্রতিস্থাপন করে নজির গড়লেন চিকিৎসকরা। বিয়ের পাঁচ বছর পরও কোনও সন্তান হয়নি। ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য আসেন বছর ২৪-এর এই মহিলা। পরীক্ষা করে দেখা যায় দেহে অপরিণত যোনি ও জরায়ু রয়েছে। ভ্যাজাইনোপ্লাস্টি অর্থাৎ কৃত্রিমভাবে দেহে যোনি প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়।
ল্যাপ্রোস্কোপি পদ্ধতিতে তাঁর দেহে যোনি ও জরায়ু প্রতিস্থাপন করা হয় ৷ চিকিৎসা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল। দীর্ঘক্ষণের সার্জারির পর মেলে সাফল্য। ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালের ভাইস প্রিন্সিপাল রমাপ্রসাদ রায় জানিয়েছেন, অপারেশনের পর ১৫ দিন পর্যবেক্ষণে রাখা হয় তাঁকে। এখন সম্পূর্ণ সুস্থ আছেন ওই মহিলা। জটিল এই শল্য চিকিৎসায় সাফল্য অর্জন করে নজির গড়ল ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ ও হাসপাতাল।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 04, 2019 1:18 PM IST