Roopa Ganguly: সদলবলে আচমকা হাসপাতালে 'দ্রৌপদী'! দেখেই 'থ' রোগী-পরিজনরা! ভাবছেন কোথায় ঘটল এমন ঘটনা...
- Published by:Madhab Das
- local18
Last Updated:
আচমকা 'দ্রৌপদী'র আগমন হাসপাতালে! দেখেই অবাক রোগীরা! ভাবছেন কোথায় ঘটল এমন ঘটনা? এমন ঘটনা ঘটল এই জেলায়
ঝালদা, পুরুলিয়া, ইন্দ্রজিৎ মন্ডল: আচমকা ‘দ্রৌপদী’র আগমন হাসপাতালে! দেখেই অবাক রোগীরা! ভাবছেন কোথায় ঘটল এমন ঘটনা? এমন ঘটনা ঘটেছে পুরুলিয়ায়। পর্দার দ্রৌপদীকে চোখের সামনে দেখে রীতিমতো ‘থ’ হয়ে যান হাসপাতাল কর্তৃপক্ষ থেকে শুরু করে রোগী-পরিজনরা। এখন প্রশ্ন জাগতে পারে কে ওই দ্রৌপদী? কেনই বা তিনি হাসপাতালে আচমকা হাজির হন?

রুপা গাঙ্গুলির হাসপাতাল পরিদর্শন
advertisement
অভিনয় জগতে যে সকল অভিনেতা অভিনেত্রী রয়েছেন তাদের মধ্যে অন্যতম হলেন রুপা গাঙ্গুলি। তিনি তার অভিনয় জগতে আলাদাভাবে নাম কেড়েছিলেন দ্রৌপদীর চরিত্রে অভিনয় করে। এখনও গ্রাম বাংলার বহু মানুষ রয়েছেন যারা রূপা গাঙ্গুলিকে অভিনেত্রী হিসেবেই সবচেয়ে বেশি চেনেন এবং তাকে দ্রৌপদীর চরিত্রেই চেনেন। এই রূপা গাঙ্গুলী আচমকা রবিবার হাজির হন পুরুলিয়ার ঝালদা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে।
advertisement
রুপা গাঙ্গুলি রবিবার পুরুলিয়ার ঝালদা স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শনে এসে রোগী এবং রোগীর আত্মীয় পরিজনদের সঙ্গে কথা বলেন। এছাড়াও হাসপাতালের পানীয় জলের ব্যবস্থা থেকে শুরু করে শৌচালয় ইত্যাদি ঘুরে দেখেন। হাসপাতালের পরিকাঠামো পরিদর্শন করতেই তার আগমন বলে জানা যাচ্ছে। যদিও এই পরিদর্শন সম্পর্কে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে কিছু জানান নি।
advertisement
রুপা গাঙ্গুলী একজন জনপ্রিয় অভিনেত্রী হওয়ার পাশাপাশি তিনি বিজেপির রাজ্যসভার প্রাক্তন সাংসদ ছিলেন। তিনি কেন্দ্রীয় কমিটির সদস্য। স্বাভাবিকভাবেই তার এমন হাসপাতাল পরিদর্শনকে কেন্দ্র করে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে সেই সকল প্রশ্নের উত্তর কিন্তু এখনও পর্যন্ত অধরা। অন্যদিকে সূত্র মারফত যা জানা যাচ্ছে তাতে এমন হাসপাতাল পরিদর্শন নিয়ে তিনি সোমবার একটি সাংবাদিক বৈঠক করলেও করতে পারেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 01, 2025 9:29 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Roopa Ganguly: সদলবলে আচমকা হাসপাতালে 'দ্রৌপদী'! দেখেই 'থ' রোগী-পরিজনরা! ভাবছেন কোথায় ঘটল এমন ঘটনা...