Dangerous Bridge: রুটি-রুজির টানে জীবনের ঝুঁকি নিয়ে সেতু পারাপার

Last Updated:

Dangerous Bridge: দীর্ঘদিন ধরেই জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে সেতুটি। অল্প বৃষ্টিতেই সেতুর উপর জল জমে চলাচলে ব্যাপক সমস্যার সৃষ্টি হয় পথচারীদের

+
জীবনের

জীবনের ঝুঁকি নিয়ে চলছে পারাপার

পুরুলিয়া: নিত্য যাতায়াত সেতুর উপর দিয়ে।‌ জীবনের ঝুঁকি নিয়ে সেতু পারাপার করতে হয় কয়েক হাজার মানুষকে। প্রতিমুহূর্তেই থাকে জীবন সংশয়ের ঝুঁকি।‌ সামান্য বৃষ্টিতে সেতুর অবস্থা অনেকখানি বিপজ্জনক হয়ে পড়ে। পুরুলিয়া-২ ব্লকের রাঘবপুর গ্রাম পঞ্চায়েতের সুরুলিয়া মিনি জু সংলগ্ন যমুনা জোড় সেতুর বেহাল দশা। দীর্ঘদিন ধরেই জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। অল্প বৃষ্টিতেই সেতুর উপর জল জমে চলাচলে ব্যাপক সমস্যার সৃষ্টি হয় পথচারীদের। এই সেতুর উপর দিয়ে কার্যত বাধ্য হয়ে প্রতিদিন বিপজ্জনকভাবে পারাপার করছেন কয়েক হাজার পথচারী।
এই বিপজ্জনক সেতুর উপর দিয়ে প্রাণের ঝুঁকি নিয়ে প্রতিদিন পুরুলিয়া-২ ব্লক এলাকার উপর পিঁড়রা, কুদলুং, বালিগাড়া, পলাশকলা, গোপালপুর, ডুবকি নডিহা সহ বিভিন্ন গ্রাম থেকে কয়েক হাজার বা তারও বেশি পথচারী পুরুলিয়া শহরে কাজের সূত্রে যাতায়াত করেন। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি, সেতুটি দ্রুততার সঙ্গে সংস্কার করা হোক। তাঁদের অভিযোগ, বারবার আবেদন জানানো সত্ত্বেও স্থানীয় প্রশাসন এই বিষয়ে উদাসীনতা দেখিয়েছে। এই নিয়ে এলাকাবাসীদের ক্ষোভ রয়েছে দীর্ঘদিনের। তাঁরা বললেন, সেতুটি অতি সত্বর মেরামত করা হোক। তা নাহলে‌ এইভাবে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন চলাচল করা বড়ই মুশকিলের হয়ে উঠবে।
advertisement
advertisement
এই বিষয়ে পুরুলিয়া-২ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি কৃত্তিবাস মাহাত বলেন, তিনি নিজেও এই সেতুর উপর দিয়ে প্রতিদিন পারাপার করেন। এটি যত দ্রুত সম্ভব মেরামতের উদ্যোগ গ্রহণ করা হবে। উর্ধ্বতন কর্তৃপক্ষকে আবেদন পত্র পাঠানো হয়েছে, আবেদন মঞ্জুর হলেই কাজ শুরু হবে। এই বিষয়ে স্থানীয় বিডিও বলেন, সেতুর সংস্কারের দাবি পেয়েছি। যেহেতু সেতু সংস্কার করতে খরচের পরিমাণ বেশি, তাই ব্লক বা গ্রাম পঞ্চায়েত স্তরে সেই কাজ করা সম্ভব নয়। সে জন্য বিষয়টি পুরুলিয়া জেলা পরিষদে জানানো হয়েছে। আশাকরি সেতুটির সংস্কার দ্রুত হবে।
advertisement
শমিষ্ঠা ব্যানার্জি
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Dangerous Bridge: রুটি-রুজির টানে জীবনের ঝুঁকি নিয়ে সেতু পারাপার
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement