তিন দিন ছাত্ররা, তিন দিন ছাত্রীরা নয় ! রোজ স্কুল করবে সবাই ! তুঘলকি সিদ্ধান্ত বদল স্কুলের
Last Updated:
#মালদহ: মালদহের হবিবপুরের গিরিজাসুন্দরী বিদ্যালয়ের ঘটনা চমকে দিয়েছে গোটা শিক্ষা মহলকে। স্কুলের ছাত্ররা কটুক্তি করে ছাত্রীদেরকে। ছাত্রীরা অভিযোগ জানায় শিক্ষকদের কাছে। আর এই অভিযোগ পেয়ে সমস্যার সমাধান করার জন্য আজব সিদ্ধান্ত নিয়ে ছিলেন কতৃপক্ষ। তাঁরা কাউকে কিছু না জানিয়ে, শিক্ষা দফতরের অনুমতি ছাড়াই ঠিক করে ফেলেছিলেন যে সপ্তাহের মধ্যে তিন দিন স্কুল করবে ছাত্ররা। বাকি তিন দিন স্কুল করবে ছাত্রীরা। সমস্যার সমাধানে শিক্ষকদের এই আজব সিদ্ধান্তে নড়েচড়ে বসে রাজ্যের শিক্ষা দফতর। স্কুল কতৃপক্ষের সিদ্ধান্ত নিয়ে বিতর্ক শুরু হয়। এই ঘটনায় রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, " তুঘলকি সিদ্ধান্ত নিয়েছে মালদহের স্কুল। বেআইনি কাজ করেছে স্কুল কর্তৃপক্ষ।" শিক্ষা দফতরকে গোটা ঘটনা খতিয়ে দেখে। স্কুলের থেকে রিপোর্ট চেয়ে পাঠায় স্কুলশিক্ষা দফতর।
তবে গোটা শিক্ষা মহল নড়ে চড়ে বসায় তড়িঘড়ি সিদ্ধান্ত বদল স্কুলের। ৫ই জুলাই থেকে আগের নিয়মেই চলবে স্কুল। ৬ দিনের বদলে তিন দিন করে স্কুলের সিদ্ধান্ত বদল করে ফেলেন তাঁরা। কটুক্তি রুখতে তাঁদের এই সিদ্ধান্ত সামনে আসতেই নিজেদের কৃতকর্মের ভুল বুঝতে পেরে সিদ্ধান্তে বদল স্কুল কর্তপক্ষের।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 03, 2019 4:57 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
তিন দিন ছাত্ররা, তিন দিন ছাত্রীরা নয় ! রোজ স্কুল করবে সবাই ! তুঘলকি সিদ্ধান্ত বদল স্কুলের