গঙ্গার জলস্তরে বন্যার আশঙ্কা! ভাঙন আতঙ্কে সচেতনতা গড়ে তুলতে আসরে পুলিশ
- Reported by:Tanmoy Mondal
- hyperlocal
- Published by:Soumendu Chakraborty
Last Updated:
বর্ষাকালে গঙ্গার জল বাড়ছে। পুলিশ প্রশাসন আরও বেশি সচতন। গঙ্গার তীরবর্তী এলাকায় সামশেরগঞ্জ থানার উদ্যোগে চলছে মাইকিং। বর্ষা শুরু হতে গঙ্গার জলস্তর বেড়েই চলেছে। টানা বৃষ্টিতে গঙ্গার জলের স্রোত যেমন বেড়েছে।
তন্ময় মন্ডল, মুর্শিদাবাদ: বর্ষাকালে গঙ্গার জল বাড়ছে। পুলিশ প্রশাসন আরও বেশি সচতন। গঙ্গার তীরবর্তী এলাকায় সামশেরগঞ্জ থানার উদ্যোগে চলছে মাইকিং। বর্ষা শুরু হতে গঙ্গার জলস্তর বেড়েই চলেছে। টানা বৃষ্টিতে গঙ্গার জলের স্রোত যেমন বেড়েছে। তেমনি বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। এই পরিস্থিতিতে কোনও রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে সক্রিয় ভূমিকা নিতে শুরু করেছে পুলিশ প্রশাসন।
জানা গিয়েছে, মুলত সামশেরগঞ্জের ধুলিয়ানে গঙ্গা সংলগ্ন তীরবর্তী এলাকায় সামশেরগঞ্জ থানার উদ্যোগে চলে সচেতনতা মূলক প্রচার। পুলিশের পক্ষ থেকে মাইকিং করে জানানো হয়, বর্ষাকালীন নদীর স্রোত খুবই প্রবল। তাই গঙ্গায় স্নানের সময় শিশুদের নিয়ে আসবেন না। পাশাপাশি ঝড়, বৃষ্টি ও বজ্রপাতের সময় নৌকা পারাপার করবেন না। সেই আবেদনও জানানো হয়।
advertisement
advertisement
পুলিশ প্রশাসন সুত্রে জানা যায়, ঝাড়খন্ড ও উত্তরপ্রদেশের বৃষ্টির কারণে গঙ্গার জলস্তর বাড়ছে। জলের স্রোত খুবই প্রবল হয়ে পড়ছে। সামশেরগঞ্জ থানার উদ্যোগেই চলে সচেতনতা মূলক প্রচার। পুলিশের পক্ষ থেকে মাইকিং চলছে দৈনন্দিন। শুধু মাইকিং নয়, বিভিন্ন এলাকায় সচেতনতার বার্তা লেখা ব্যানার লাগানো হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গঙ্গা নদীর তীরে কোনও শিশুকে আসতে দেবেন না বা সঙ্গে নিয়ে যাবেন না। বৃষ্টির সময় বজ্রপাত ও ঝড়ের বিপদ থেকে নিজে নিরাপদ স্থানে থাকুন।
advertisement
ঝড়, বৃষ্টি ও বজ্রপাতের সময় নৌকা পারাপার করবেন না। বৃষ্টিতে ভিজে যাওয়া, ঝড়ে ছিড়ে যাওয়া কোন বিদ্যুতের তার থেকে সাবধানে থাকুন। বন্যা বা প্রাকৃতিক দূর্যোগ সংক্রান্ত ব্যাপারে গুজবে কান দেবেন না। সকলে সাবধানে ও নিরাপদে থাকুন, ভাল থাকুন, সুস্থ থাকুন।স্থানীয় বাসিন্দা সুত্রে জানা যায়, প্রশাসনের এই উদ্যোগে খুশি স্থানীয় মানুষজন। পুলিশের এই দায়িত্বশীল ভূমিকায় সাধারণ মানুষের নিরাপত্তা আরও নিশ্চিত হবে বলে মনে করছেন এলাকাবাসী।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Jul 26, 2025 6:46 PM IST









