South 24 Parganas News: মাটি ফেলেও আটকান যাচ্ছে না গঙ্গাসাগরের ভাঙন! উল্টে ক্ষতি দ্বীপের স্থলভাগে

Last Updated:

গঙ্গাসাগরে মাটি বাইরে থেকে আনা যায়না। যেখান থেকে মাটি তোলা হয়, সেখানে নীচু হয়ে যায় এলাকা। সমুদ্রতটে বাঁধের জন্য মাটি দিলেও সেই মাটি ধুয়ে যায়।ফলে দ্বীপের মাটি নষ্ট হচ্ছে প্রতিবছর।

+
এভাবেই

এভাবেই ধুয়ে যাবি মাটি

দক্ষিণ ২৪ পরগনা: কপিলমুনি আশ্রমের সামনে মাটি ফেলেও আটকানযাচ্ছেনা ভাঙন। আর এই মাটি ফেলার কারণে দ্বীপের অন্যত্র অসুবিধা হচ্ছে বলে দাবি স্থানীয়দের।
স্থানীয়রা জানিয়েছেন গঙ্গাসাগর একটি বিচ্ছিন্ন দ্বীপ। এই দ্বীপে মাটি বাইরে থেকে আনা যায়না। সেক্ষেত্রে দ্বীপের এক জায়গা থেকে আরেক জায়গায় মাটি নিয়ে যাওয়া হয়। যেখান থেকে মাটি তোলা হয়, সেখানে নীচু হয়ে যায় এলাকা। আর অপরদিকে সমুদ্রতটের কাছে বাঁধের জন্য মাটি দিলেও সেই মাটি ধুয়ে যায়।ফলে দ্বীপের মাটি নষ্ট হচ্ছে প্রতিবছর।
advertisement
advertisement
এর জেরে দ্বীপের ভারসাম্য বিঘ্নিত হতে পারে। এই সমস্যা সমাধানে মাটি না ফেলে অন্য উপায় বের করতে হবে। তবেই সমস্ত কিছু ঠিক থাকবে। এই সমস্যার সমাধানে বড় মাস্টার প্লান তৈরি করতে হবে। নাহলে সাগর দ্বীপে প্রতিবছর বিপুল মাটি নষ্ট হচ্ছে। এই ঘটনায় অনেকে দ্বীপের ভারসাম্য বিঘ্নিত হওয়ার আশঙ্কা করছেন।
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
মাটি ফেলা বন্ধ করে কংক্রিটের বাঁধ বা অন্য উপায় করলে তবেই বাঁচবে দ্বীপ। নাহলে সমস্যা হবে ভবিষ্যতে। অতীতে দেখা গিয়েছে নিম্নচাপ বা প্রাকৃতিক বিপর্যয় আসলে সাগরের এই সমুদ্রবাঁধের ক্ষতি হয়। তখন ফেলা হয় মাটি। এখন দেখার ভবিষ্যতে কি হয়।
advertisement
নবাব মল্লিক
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: মাটি ফেলেও আটকান যাচ্ছে না গঙ্গাসাগরের ভাঙন! উল্টে ক্ষতি দ্বীপের স্থলভাগে
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement