ED Raid Arrest: CBI-এর পর ইডির হাতে গ্রেফতার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ! 'এত' কোটি কোটি টাকার সম্পত্তি, গাড়ি, বাড়ির মালিক তিনি...! পরিমাণ জানলে আঁতকে উঠবেন সকলেই

Last Updated:

Jibankrishna Saha Arrest: সিবিআইয়ের হাতে আগেই গ্রেফতার হয়েছিলেন, এবারে ইডি-র হাতে গ্রেফতার হলেন তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। বর্তমানে জামিনে মুক্তি ছিলেন। এদিন চাকরির নিয়োগ দুর্নীতিকাণ্ডে সাতসকালে জীবনকৃষ্ণর বাড়িতে ইডি হানা দেয়।

+
ফের

ফের জীবনের বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা

বড়ঞা, কৌশিক অধিকারী: সিবিআইয়ের হাতে আগেই গ্রেফতার হয়েছিলেন, এবারে ইডি-র হাতে গ্রেফতার হলেন তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। বর্তমানে জামিনে মুক্তি ছিলেন তিনি। সোমবার সাতসকালে চাকরির নিয়োগ দুর্নীতিকাণ্ডে জীবনকৃষ্ণর বাড়িতে ইডি আধিকারিকরা হানা দেয়। শুধু জীবনকৃষ্ণর বাড়িতে নয়, তাঁর শ্বশুরবাড়ি রঘুনাথগঞ্জ, মহিষগ্রামের ব্যাঙ্ক কর্মী এবং সাঁইথিয়ায় তাঁর পিসির বাড়িতে এক যোগে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কর্মকর্তারা। এদিন ইডির হাত থেকে পালাতে গিয়ে পাঁচিল টপকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এমনকি মোবাইল ফেলে দেন পুকুরে। যদিও ইডির আধিকারিকরা এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা মোবাইল ফোন উদ্ধার করেন। শেষমেশ গ্রেফতার করা হয় জীবনকৃষ্ণ সাহাকে।
২০২৩ সালের ১৪ এপ্রিল হঠাৎই হাজির হয় সিবিআই জীবনকৃষ্ণ সাহার বাড়িতে। পরে মোবাইল ফোন ফেলে দেন পুকুরে। ঘটনার পর মোবাইল উদ্ধার হয়। ১৭ এপ্রিল জীবনকৃষ্ণ গ্রেফতার হন সিবিআইয়ের হাতে। এরপর ২০২৪ সালে জামিনে মুক্ত হন। এরপর এদিন ইডি গ্রেফতার করে তাঁকে। ইডি সূত্রে জানা গিয়েছে, বড়ঞার আন্দির পর বড়ঞার মহিশগ্ৰামে বেসরকারি ব্যাঙ্ক কর্মী রাজেশ ঘোষের বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। রীতিমতো কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে গ্রামে পৌঁছে যায় কেন্দ্রীয় বাহিনী। তাঁর বাড়ি থেকে একাধিক নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে।
advertisement
আরও পড়ুনঃ স্বামী-স্ত্রী দু’জনেই মদে চুর! মদ্যপ অবস্থায় দরজায় তুললেন ছিটকিনি, তারপরই এমন উত্তপ্ত হল ঘরের পরিবেশ…! কল্পনাও করতে পারবেন না
মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের পিয়ারাপুরে বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহার শ্বশুরবাড়িতেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা হানা দেয়। সোমবার সকালে কেন্দ্রীয় বাহিনী নিয়ে ইডি আধিকারিকরা তল্লাশি চালায় রঘুনাথগঞ্জে। যদিও জীবনকৃষ্ণ সাহা, যে টাকার হিসাব দিয়েছেন তা দেখে চক্ষু চড়কগাছ সকলের। বিধায়ক জীবনকৃষ্ণ সাহা তৃণমূলের প্রার্থী হওয়ার সময়ে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় লিখেছেন, তাঁর হাতে ছিল ৩৬ হাজার ৩১০ টাকা। স্ত্রী টগরীর হাতে ছিল ৮ হাজার ২৮০ টাকা। তৃণমূল বিধায়কের মোট আটটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে। যেগুলিতে রয়েছে যথাক্রমে ৫ লক্ষ, ৫ লক্ষ ৩২ হাজার ৪১১ টাকা, ৮ লক্ষ ২৬ হাজার ৫৬৯ টাকা, ৬ লক্ষ ১১ হাজার ৯৬৪ টাকা, ৪০ লক্ষ ৬ হাজার ৪১২ টাকা, ২ লক্ষ ২৫ হাজার ৩৪ টাকা, ২ লক্ষ ৪৩ হাজার ৪৯০ টাকা এবং ১০ হাজার টাকা।
advertisement
advertisement
স্ত্রীর নামে রয়েছে চারটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট। সেগুলিতে রয়েছে যথাক্রমে ১৪ লক্ষ ৬০ হাজার ১০১ টাকা, ১ লক্ষ ৬ হাজার ৩০৭ টাকা, ২৭ লক্ষ ৭৬ হাজার ৩৪২ টাকা এবং একটি অ্যাকাউন্টে রয়েছে ১০৮ টাকা। জীবনকৃষ্ণ সাহার নামে রয়েছে ৬ লক্ষ ৩৫ হাজার টাকার একটি স্করপিও, ৬ লক্ষ ৮৩ হাজার ৫০০ টাকার একটি সুইফট ডিজায়ার, ২ লক্ষ ১০ হাজার টাকার একটি অল্টো এবং ২১ হাজার টাকার একটি বাজাজ বাইক। তাঁর নামে রয়েছে ১৫ গ্রাম সোনা, স্ত্রীর নামে রয়েছে ৬০ গ্রাম সোনা। পোস্টাল সেভিংস থেকে মিউচুয়াল ফান্ড, জীবনকৃষ্ণ ও তাঁর স্ত্রীর বিনিয়োগ রয়েছে একাধিক। নির্বাচন কমিশনে জমা দেওয়া ২০২১ সালের হলফনামা অনুযায়ী জীবনকৃষ্ণ সাহার মোট সম্পত্তির পরিমাণ ১ কোটি ৫ লক্ষ ৭ হাজার ৪৯ টাকা ১১ পয়সা। তাঁর স্ত্রীর মোট সম্পত্তির পরিমাণ ৫৬ লক্ষ ২৯ হাজার ২০১ টাকা।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ED Raid Arrest: CBI-এর পর ইডির হাতে গ্রেফতার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ! 'এত' কোটি কোটি টাকার সম্পত্তি, গাড়ি, বাড়ির মালিক তিনি...! পরিমাণ জানলে আঁতকে উঠবেন সকলেই
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement