Jhargram News: নদীর ভয়ঙ্কর স্রোতে শাবক সহ হাতির দল! তারপর যা ঘটে গেল তা অবিশ্বাস্য
- Reported by:Buddhadev Bera
- hyperlocal
- Published by:Sudip Paul
Last Updated:
Jhargram News: শুক্রবার ভোরে ভরা সুবর্ণরেখা নদী শাবক সহ সাঁতার কেটে পারাপার করে ৩০ থেকে ৪০ টি হাতির একটি দল। সাঁকরাইলের দিক থেকে হাতির দলটি সুবর্ণরেখার নদী পারাপার করে নয়াগ্রামের দিকে চলে যায়।
ঝাড়গ্রাম : নিম্নচাপের বৃষ্টি এবং ঝাড়খণ্ডের গালুডি জলাধার থেকে জল ছাড়ার কারণে ফুলে ফেঁপে উঠেছে সুবর্ণরেখা নদী। এর মধ্যেই শুক্রবার ভোরে সূর্যের আলো ফুটতেই নদীর দিকে তাকিয়ে অবাক হয়ে যান গ্রামবাসীরা। শাবক সহ ৩০ থেকে ৪০ টি হাতির একটি দল সাঁতার কেটে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করতে দেখা যায় ভরা সুবর্ণরেখা নদী।
জানা গিয়েছে, ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ও নয়াগ্রাম এই দুটি ব্লক খড়গপুর বন বিভাগের অন্তর্গত। খড়গপুর বন বিভাগের কলাইকুন্ডা রেঞ্জের সাঁকরাইল বিটে বেশ কয়েকদিন ধরে শাবক সহ ৩০ থেকে ৪০টি হাতির একটি দল আস্তানা গেড়েছিল। এদিন ভোর হতেই সুবর্ণরেখা নদী পেরিয়ে নয়াগ্রাম ব্লকের চাঁদাবিলা রেঞ্জের এলাকায় ঢুকে পড়ে। জীবনের ঝুঁকি নিয়ে অতি দক্ষতার সঙ্গে শাবককে আগলে রেখে নদী পারাপার করতে সক্ষম হয় হাতির দলটি।
advertisement
স্থানীয় গ্রামবাসীরা বলেন,”এদিন ভোর হতেই নদীর দিকে দেখা যায় একদল হাতি সাঁতার দিয়ে এপাড়ে আসার চেষ্টা করছে। এই সময় নদীতে প্রচুর জল রয়েছে। হাতির দলটিতে বাচ্চা রয়েছে বেশ কয়েকটি। হাতিগুলি শাবকদের আগলে রেখে ভালোভাবেই নদী পারাপার করে। এখন তপবনের জঙ্গলের দিকে চলে গিয়েছে হাতির দলটি”।
advertisement
advertisement
বাচ্চাকে আগলে নদী পারাপারের পর হাতির দলটি তপবনের শাল জঙ্গলে আশ্রয় নিয়েছে। কয়েকদিন আগে কংসাবতী নদীতে হস্তি শাবককে নিয়ে একটি হাতির দল নদী পারাপার করার সময় হস্তী শাবকটি জলের তড়ে ভেসে যায়। পরে অবশ্য বনদফতরের প্রচেষ্টায় হস্তি শাবকটিকে ফিরিয়ে দেওয়া হয়েছিল দল হাতির কাছে। তবে এদিনের দৃশ্য অবাক করেছে সকলকে।
advertisement
বুদ্ধদেব বেরা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Sep 27, 2024 7:09 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jhargram News: নদীর ভয়ঙ্কর স্রোতে শাবক সহ হাতির দল! তারপর যা ঘটে গেল তা অবিশ্বাস্য









