হাতির তাণ্ডবে ক্ষতির মুখে বিঘার পর বিঘা ধানজমি! ক্ষতিপূরণ আদায়ে পথে নামলেন ক্ষতিগ্রস্তরা

Last Updated:

হাতির হানায় এলাকার ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, বন দফতরের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তুলে পথ অবরোধ ক্ষতিগ্রস্থদের! হাতির তাণ্ডবে দিনের পর দিন এলাকায় ক্ষতি হয়েছে বিঘের পর বিঘে ধানজমি।

+
পথ

পথ অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে ক্ষতিগ্রস্তরা

বিষ্ণুপুর, বাঁকুড়া, অনিকেত বাউরী: হাতির হানায় এলাকার ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, বন দফতরের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তুলে পথ অবরোধ ক্ষতিগ্রস্থদের! হাতির তাণ্ডবে দিনের পর দিন এলাকায় ক্ষতি হয়েছে বিঘের পর বিঘে ধানজমি। বারংবার বন দফতরকে জানিয়েও লাভ হয়নি। একদিকে হাতি তাড়ানোর যেমন কোনও ব্যবস্থা করেনি বন দফতর তেমনই ক্ষতিগ্রস্থরা পাচ্ছেন না ক্ষতিপূরণ। প্রতিবাদে শনিবার বাঁকুড়ার বেলিয়াতোড় রেঞ্জের বড়কুড়া গ্রামে পথ অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়লেন এলাকাবাসী।
স্থানীয় ভাবে জানা গেছে, সপ্তাহ খানেক আগে পশ্চিম মেদিনীপুরের সীমানা পেরিয়ে প্রায় ২৫ টি হাতির একটি দল বাঁকুড়ার বাঁকাদহ রেঞ্জে প্রবেশ করে। সেই দলটি দ্বারকেশ্বর নদ পেরিয়ে প্রথমে সোনামুখী ও পরে বড়জোড়া ব্লকে প্রবেশ করে। হাতির দলটি বেলিয়াতোড় হয়ে প্রথমে বড়জোড়ায় পৌঁছে গেলেও দলের সাত আটটি হাতি ফের আচমকাই পুরনো পথে ফিরে যেতে শুরু করে।
advertisement
advertisement
এই হাতির দলের তাণ্ডবের ফলে কার্যত দু’দফায় বাঁকুড়ার ওই এলাকার ধান চাষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ক্ষতিগ্রস্থদের অভিযোগ ক্ষয়ক্ষতি কমানোর জন্য হাতির গতিবিধি নিয়ন্ত্রণের কোনও ভূমিকায় নিচ্ছে না বন দফতর। মিলছে না প্রয়োজন মতো ক্ষতিপূরণও। অবিলম্বে হাতির দলের গতিবিধি নিয়ন্ত্রণ করে ক্ষয়ক্ষতি কমান এবং ক্ষতিগ্রস্থদের উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে শনিবার সকাল থেকে বড়কুড়া গ্রামের কাছে বেলিয়াতোড় সোনামুখী রাস্তা অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়েন এলাকার তিন থেকে চারটি গ্রামের বাসিন্দারা।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এদিন এলাকার ধানক্ষেত ঘুরে দেখেন রেঞ্জ অফিসার, এই বিষয়ে বেলিয়াতোড় রেঞ্জ অফিসার ভজন কীর্তনীয়া বলেন বড়জোড়া রেঞ্জের যেই জঙ্গলে হাতির দলটি আশ্রয় নেয় সেখানে হাতির দলটি থাকতে চাইছে না। বারবার ঘুরে নদীর এপাড়ে চলে আসছে সেই কারণেই এই সমস্যা হয়েছে এবং গত ছয় মাসে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া হয়েছে, হাতিগুলিকে অন্যত্বে সরানো হবে এবং এই ক্ষতিগ্রস্তদের সঠিক ক্ষতিপূরণ দেওয়া হবে বলে তিনি জানান।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
হাতির তাণ্ডবে ক্ষতির মুখে বিঘার পর বিঘা ধানজমি! ক্ষতিপূরণ আদায়ে পথে নামলেন ক্ষতিগ্রস্তরা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement