Jhargram News: হাতির তোলাবাজি! মাঝরাতে লরি থামিয়ে আলুর বস্তা নামালো দাঁতাল

Last Updated:

লরি থেকে আলু বস্তা নামিয়ে খেয়ে সাবাড় করল হাতিটি

লালগড়ের জঙ্গলে আলু বোঝায় লরি থামিয়ে আলু খাচ্ছে হাতি
লালগড়ের জঙ্গলে আলু বোঝায় লরি থামিয়ে আলু খাচ্ছে হাতি
ঝাড়গ্রাম: পেটের জ্বালা বড় জ্বালা। এই চিত্রটা দেখে কথাটা একেবারেই সত্যি মনে হবে। খিদের জ্বালা সামলাতে না পেরে মধ্যরাতে রাস্তা আটকে দাঁড়িয়েছে দাঁতাল হাতি। চলন্ত আলু বোঝায় লরিকে থামিয়ে আলু বস্তা নীচে নামিয়ে আলু খেয়ে খিদের জ্বালাকে মিটিয়ে নিল দাঁতাল হাতি। সোমবার গভীর রাতে ঝাড়গ্রাম জেলার মেদনীপুর বন বিভাগের লালগড় রেঞ্জের লালগড়ের জঙ্গলের। জানা গিয়েছে, এদিন রাত্রি আনুমানিক ১২টার কাছাকাছি লালগড়ের জঙ্গলে থাকা ৩০ থেকে ৩৫ টি হাতির দলের মধ্যে একটি হাতি খাবারের সন্ধানে লালগড় পিড়াকাটা রাস্তায় উঠে পড়ে। চন্দ্রকোনা ও গোয়ালতোড়ে বড় বড় আলুর স্টোর হয়েছে। সেখান থেকে আলু বোঝাই করে একটি লরি লালগড়ের রাস্তা ধরে যাচ্ছিল।
চালক হঠাৎ দেখতে পায় রাস্তার মাঝে দাঁড়িয়ে রয়েছে দাঁতাল হাতি। গাড়ির লাইট আপার-ডিপার করেও এবং হর্ন বাজিয়েও কোনও লাভ হয়নি চালকের। রাস্তা থেকে সরতে নারাজ দাঁতাল হাতিটি। লরি আটকানোর পর শুঁড় দিয়ে লরির তল্লাশি শুরু করে। আলু বোঝাই দেখে শুঁড় দিয়ে লরি থেকে একটি আলু রাস্তায় নামিয়ে নেই হাতিটি। লাথি মেরে ফাটিয়ে দেয় বস্তা। নিজের মনের আনন্দ প্রায় ১০ মিনিটেরও বেশি সময় ধরে আলু খেতে থাকে হাতিটি। হাতি আলু খেতে ব্যস্ত থাকায় একটু সুযোগ পেতেই গাড়ি নিয়ে চম্পট দেয় লরির চালক।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
জঙ্গলে দলহাতি থাকায় লালগড় রেঞ্জের তরফ থেকে হাতির গতিবিধির উপর নজরদারি রয়েছে। ঘটনাস্থলে বন দফতরের কর্মীরা উপস্থিত থেকেও নীরব দর্শকের ভূমিকা পালন করে। হাতি দেখে রাস্তায় দাঁড়িয়ে পড়ে ছিল অন্যান্য গাড়িগুলিও। আলু খাওয়া হলে নিজেই জঙ্গলে চলে যায় হাতিটি। হাতি জঙ্গলে ঢুকে পড়তেই স্বস্তি পায় বন দফতর। তার পাশাপাশি রাস্তায় যান চলাচলের স্বাভাবিক হয়।
advertisement
দলহাতির হানায় লালগড় এলাকায় ব্যাপক আলু চাষের ক্ষতি হচ্ছে। এই অভিযোগ তুলে কয়েক দিন আগে গ্রামবাসীরা একজোট হয়ে লালগড় রেঞ্জের ভাউদি বিটে তালা ঝুলিয়ে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখিয়েছিল। কিন্তু আলুর স্বাদ মুখে লাগায় এলাকা ছাড়তে চাইছে না হাতির দল বলেও জানা গিয়েছে।
বুদ্ধদেব বেরা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jhargram News: হাতির তোলাবাজি! মাঝরাতে লরি থামিয়ে আলুর বস্তা নামালো দাঁতাল
Next Article
advertisement
SIR Enumeration Form: এনুমারেশন ফর্মে কী কী তথ্য লিখতে হবে ভোটারকে, ফর্ম জমা দেওয়ার কোনও নথি লাগবে কি? নিয়ম জানাল কমিশন
এনুমারেশন ফর্মে কী কী তথ্য লিখতে হবে ভোটারকে, ফর্ম জমা দিতে কোন নথি লাগবে? সব জানাল কমিশন
  • এনুমারেশন ফর্ম নিয়ে গাইডলাইন কমিশনের৷

  • প্রত্যেক ভোটারকে দুটি করে ফর্ম৷

  • ফর্মে কী কী তথ্য দিতে হবে, জানাল কমিশন৷

VIEW MORE
advertisement
advertisement