#ভাটপাড়া: ভোট মিটলেও অশান্তি থামেনি ভাটপাড়ায়। রাতভর ভাঙচুর, বোমাবাজি। সোমবারও অব্যাহত উত্তেজনা। থানার বাইরে বিক্ষোভ, রেল অবরোধ। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় কেন্দ্রীয় বাহিনী। জারি হয়েছে একশো চুয়াল্লিশ ধারা। অর্জুন সিংয়ের বাড়ির কাছে চলে গুলি, বোমাবাজি। এলাকায় পিস্তল হাতে দাপিয়ে বেড়াতে দেখা যায় একদল যুবককে। বেলা বাড়তেই ফের অশান্ত হয়ে ওঠে ভাটপাড়া। আর্যসমাজ এলাকায় বোমাবাজি। বেশ কিছু জায়গা থেকে বোমা উদ্ধার করে পুলিশ। গ্রেফতার ৩৪ জন। ভাটপাড়ার পরিস্থিতি নিয়ে তুঙ্গে তৃণমূল-বিজেপি দ্বৈরথ । বিজেপির বিরুদ্ধে কমিশনে অভিযোগ করেন মদন মিত্র। ভোট মিটলেও অশান্তির হাত থেকে রেহাই নেই। পরিস্থিতি আয়ত্তে আনতে ইতিমধ্যেই একশো চুয়াল্লিশ ধারা জারি হয়েছে এলাকায়।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Barrackpore S25p15, Bhatpara, Election, Elections 2019, Lok Sabha elections 2019, West Bengal Lok Sabha Elections 2019