West Bengal By Election dates: রাজ্যের ৬ বিধানসভা আসনে উপনির্বাচনের দামামা! দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
West Bengal By Election dates: নভেম্বরে মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচন, সেই সঙ্গে উপনির্বাচন হবে পশ্চিমবঙ্গের ৬টি বিধানসভা আসনে। কবে অনুষ্ঠিত হবে উপনির্বাচন? বিস্তারিত ঘোষণা করল নির্বাচন কমিশন।
কলকাতা: নভেম্বরে মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচন, সেই সঙ্গে উপনির্বাচন হবে পশ্চিমবঙ্গের ৬টি বিধানসভা আসনে। কবে অনুষ্ঠিত হবে উপনির্বাচন? বিস্তারিত ঘোষণা করল নির্বাচন কমিশন।
রাজ্যের বিধানসভা আসনগুলিতে ১৩ নভেম্বর অনুষ্ঠিত হবে উপনির্বাচন। ফল ঘোষণা হবে ২৩ নভেম্বর। ছ’টি আসনের মধ্যে রয়েছে-সিতাই, মাদারিহাট, হাড়োয়া, মেদিনীপুর, নৈহাটি, তালড্যাংড়া। ছয় বিধানসভা আসনেই প্রার্থীরা পদত্যাগ করে লোকসভা ভোটে লড়েন।
advertisement
বিধায়ক পদ ছেড়ে লোকসভা নির্বাচনে লড়ে সাংসদ হন ৬ জনই। বিধায়ক পদ ছেড়ে সাংসদ হন জগদীশ চন্দ্র বসুনিয়া, মনোজ টিগ্গা, হাজি নুরুল ইসলাম, জুন মালিয়া, পার্থ ভৌমিক এবং অরূপ চক্রবর্তী। এর মধ্যে হাড়োয়ার বিধায়ক হাজী নুরুল ইসলাম পদত্যাগ করে বসিরহাট কেন্দ্র থেকে লোকসভা ভোটে লড়েন এবং বসিরহাটের সাংসদ হন।
advertisement
কিছুদিন আগে হাজি নুরুল ইসলাম মারা গিয়েছেন। ফলে বসিরহাট লোকসভা আসনেও উপনির্বাচন হতে পারে। এই ছয় আসনের ৫টি আসন বিধানসভায় তৃণমূলের দখলে ছিল। মাদারিহাট একমাত্র বিজেপির দখলে ছিল। এবার কী হয় সেটাই দেখার।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 15, 2024 5:00 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal By Election dates: রাজ্যের ৬ বিধানসভা আসনে উপনির্বাচনের দামামা! দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন