‘কমিশন ভয় পেয়েছে, আমি পাই না’, নজরদারি প্রসঙ্গে প্রতিক্রিয়া অনুব্রতর
Last Updated:
#বীরভূম: ভোটগ্রহণের আগের সন্ধ্যাতেই অনুব্রত মণ্ডলকে নজরবন্দি করেছে নির্বাচন কমিশন । মঙ্গলবার পর্যন্ত নিজের বাড়িতে আধাসেনা ও ডেপুটি ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তাঁর গতিবিধির উপর নজর রাখা হবে ও যে কোনও রকম যোগাযোগের উপর নিষেধাজ্ঞা জারি করেছে কমিশন । ভোট চলাকালীন তাঁর উপস্থিতি ভোটগ্রহণ প্রক্রিয়া বিঘ্নিত করতে, ভোটকর্মীদের এই অভিযোগের পরই আজ এই সিদ্ধান্ত নিয়েছে কমিশন ।
তবে কমিশনের সিদ্ধান্ত নিয়ে তিনি বিচলিত নন, জানিয়েছেন অনুব্রত। 'নির্বাচন কমিশন ভয় পেয়েছে কিন্তু আমি পাই না', প্রতিক্রিয়া অনুব্রতর। ভোটের দিন তিনি দলের অফিসেই থাকেন, জানিয়েছেন অনুব্রত।
'নজরদারি করার থাকলে ফোন জমা নিক, ভোটে যা করার করে দিয়েছি,' নজরদারি প্রসঙ্গে সাফ মন্তব্য অনুব্রতর।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 28, 2019 8:36 PM IST