বারাকপুরে বাড়তি নজর কমিশনের, প্রতিটি বুথ স্পর্শকাতর হিসেবে ঘোষণা
Last Updated:
#বারাকপুর: বারাকপুরে বাড়তি নজর কমিশনের। বারাকপুর কমিশনারেটের সঙ্গে বিশেষ বৈঠকও করে কমিশন। বৈঠকে উপস্থিত ছিলেন অতিরিক্ত সিইও শৈবাল বর্মন,কমিশনের অন্যান্য কর্তারাও। বারাকপুরের সব বুথই স্পর্শকাতর হিসেবে ঘোষণা কমিশনের। ভোটের ৭২ ঘণ্টা আগে কেন্দ্রীয় বাহিনীর নেতৃত্বে শুরু হবে নাকা চেকিং। বারাকপুর, ভাটপাড়ায় রাতভর টহলদারি চলবে। অন্য কেন্দ্রের চেয়ে দ্বিগুণ বাহিনী বারাকপুরে, থাকবে দ্বিগুণ কুইক রেসপন্স টিমও। ৬ মে রাজ্যে পঞ্চম দফার নির্বাচনে ভোট গ্রহণ বারাকপুরে। তৃণমূলের প্রার্থী
২০১৪-র লোকসভা নির্বাচনে বারাকপুর কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ছিল ১২ লক্ষ ৭৪ হাজার ৬৩৮। প্রদত্ত বৈধ ভোট ছিল ১০ লক্ষ ৪০ হাজার ১৫১। ৪,৭৯,২০৬ সংখ্যক ভোট পেয়ে তৃণমূলের দীনেশ ত্রীবেদী জয়ী হয়েছিলেন। নিকটতম প্রতিদ্বন্দী ছিলেন বামফ্রন্টের সুভাষিনী আলি, পেয়েছিলেন ২,৭২,৪৩৩ সংখ্যাক ভোট। এ'বাও বারাকপুর কেন্দ্র থেকে তৃণমূলের হয়ে লড়ছেন দীনেশ ত্রীবেদী। প্রতিদ্বন্দী বামফ্রন্টের গার্গী চট্টোপাধ্যায়, কংগ্রেসের মহম্মদ আলম।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 02, 2019 5:34 PM IST