Kharagpur Rail Station Accident: লোহার বিমে চাপা পড়ল ৮ বছরের শিশু, খড়্গপুর স্টেশনে শিউরে উঠলেন যাত্রীরা! প্রশ্নের মুখে রেল
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েক মাস ধরেই অমৃত ভারত প্রকল্পের কাজ চলছে খড়্গপুর স্টেশনে। সেই কাজের জন্যই স্টেশনের ৫ ও ৬ নম্বর প্ল্যাটফর্মের মাঝামাঝি জায়গায় দাঁড় করানো ছিল বিশাল একটি লোহার বিম।
শঙ্কর রাই, খড়্গপুর: খড়্গপুর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা! প্ল্যাটফর্মে দাঁড় করিয়ে রাখা লোহার বিম পড়ে গিয়ে মৃত্যু হল ৮ বছরের শিশুর। ঘটনার তদন্ত শুরু করেছে রেল পুলিশ।
রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েক মাস ধরেই অমৃত ভারত প্রকল্পের কাজ চলছে খড়্গপুর স্টেশনে। সেই কাজের জন্যই স্টেশনের ৫ ও ৬ নম্বর প্ল্যাটফর্মের মাঝামাঝি জায়গায় দাঁড় করানো ছিল বিশাল একটি লোহার বিম। সেই বিমটিকে ধরেই খেলছিল বছর আটেকের ওই ভবঘুরে শিশু। হঠাৎই ওই বিম পড়ে যায় তার শরীরের উপর। আর তাতেই পিষ্ট হয়ে যায় ওই শিশুটি!
advertisement
সঙ্গে সঙ্গেই রেল পুলিশ শিশুটিকে উদ্ধার করে খড়্গপুর মহকুমা হাসপাতালে পাঠালে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। শিশুটি তার পরিবারের সঙ্গে স্টেশন চত্বরেই থাকত বলে জানা গিয়েছে। মর্মান্তিক এই ঘটনা ঘিরে রেলযাত্রীদের মধ্যেও আতঙ্ক ছড়ায়। এই ঘটনার জন্য অনেকেই রেলের গাফিলতির অভিযোগ তুলেছেন।
advertisement
খড়্গপুর ডিভিশনের রেল পুলিশের এসআরপি দেবশ্রী সান্যাল বলেন, “অত্যন্ত মর্মান্তিক ঘটনা!আমরা সব দিকই খতিয়ে দেখছি। ডিএসপি এবং ওসি ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছেন।”
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 19, 2025 4:40 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kharagpur Rail Station Accident: লোহার বিমে চাপা পড়ল ৮ বছরের শিশু, খড়্গপুর স্টেশনে শিউরে উঠলেন যাত্রীরা! প্রশ্নের মুখে রেল