#EgiyeBangla: মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য প্রশিক্ষণ শিবির, ভীতি কাটাতে সরকারি উদ্যোগ

Last Updated:
#বৈদ্যবাটি : জীবনের প্রথম বড় বোর্ড পরীক্ষা ৷ আর তাই এই পরীক্ষা নিয়ে পড়ুয়াদের উৎসাহ যেমন রয়েছে ৷ তেমনটাই রয়েছে ভীতিও ৷ এ বছর মাধ্যমিক পরীক্ষা হতে চলেছে আগামী ১২ ফেব্রুয়ারি ৷ ভাল ফল করতে পরীক্ষার্থীরা প্রস্তুতি নিচ্ছে জোরকদমে ৷ তবে প্রস্তুতিতে কোনও খামতি নেই তো ? উত্তর লেখার পদ্ধতিও সঠিকভাবে জানা রয়েছে তো ? কীভাবে আরও ভাল উত্তর লেখা যায়-এ সব প্রশ্ন ঘোরাফেরা করছে পরীক্ষার্থীদের মনে ৷ আর পরীক্ষার্থীদের এ সব প্রশ্নের সমাধান করতে হুগলির শেঁওড়াফুলির সত্যজিৎ রায় ভবনে অনুষ্ঠিত হয়ে গেল মাধ্যমিক পরীক্ষার্থীদের নিয়ে প্রশিক্ষণ শিবির ৷
উদ্যোগী বৈদ্যবাটি পুরসভা ও পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির শ্রীরামপুর শাখা ৷ শ্রীরামপুরের বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা এই শিবিরে অংশ নেয় ৷ বিভিন্ন স্কুলের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকারা প্রশিক্ষণ দেন পড়ুয়াদের ৷ এই প্রসঙ্গ চাকুন্দি উচ্চবিদ্যালয়ের সহশিক্ষক সনমিত্র দত্ত বলেন, ‘‘এই শিবিরের উদ্দেশ্য হল-প্রাথমিকভাবে পরীক্ষার্থীদের মন থেকে ভীতি দূর করা ৷ এবং ভাল স্কোর কীভাবে করতে পারবে সে বিষয়ে দিক নির্দেশ করা’’
advertisement
অন্যদিকে, বৈদ্যবাটির পুরসভারপুরপ্রধান অরিন্দম গুঁই এই উদ্যোগে ছাত্র-ছাত্রীদের উপকৃত হওয়ার কথা বলেন ৷ পরীক্ষার্থীরা এই উদ্যোগে ভীষণ খুশি ৷ তাদের মত এই প্রশিক্ষণ শিবিরের মাধ্যমে পরীক্ষার্থীদের ভয় কেটেছে অনেকটাই ৷ মুখ্যমন্ত্রীকে সাধুবাদ জানিয়েছেন পরীক্ষার্থীরা ৷
advertisement
মাধ্যমিক পরীক্ষার আগে আগামী দিনেও বিভিন্ন জেলার ব্লকে ব্লকে এই ধরনের প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হবে ৷ পরীক্ষা নিয়ে আর কোনও ভীতি থাকবে না পরীক্ষার্থীদের মনে ৷
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
#EgiyeBangla: মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য প্রশিক্ষণ শিবির, ভীতি কাটাতে সরকারি উদ্যোগ
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement