#EgiyeBangla: রাজ্য সরকারের উদ্যোগে কাকদ্বীপে তৈরি সুবিশাল শিশু উদ্যান, খরচ ৯ লক্ষ
Last Updated:
#কাকদ্বীপ: মুখ্যমন্ত্রীর উদ্যোগে বিভিন্ন জেলায় সৌন্দর্যায়ন করছে প্রশাসন। দক্ষিণ চব্বিশ পরগনা জেলাকেও সাজিয়েছে রাজ্য সরকার। জেলার কাকদ্বীপ শহর ইতিমধ্যেই হয়েছে আধুনিক। এবার সৌন্দর্যায়নের তালিকায় আরও এক সংযোজন কাকদ্বীপ শিশু উদ্যান। ২৫শে ডিসেম্বর বাসন্তী ময়দানে এই শিশু উদ্যানের উদ্বোধন হয়।
কংক্রিটের নির্মাণ গজাচ্ছে যেখানে সেখানে। ঢেকে যাচ্ছে সবুজ। শিশুরা খেলার জায়গার বড্ড অভাব। তাই শিশু মনের বিকাশে বিভিন্ন জেলায় পার্ক তৈরির উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপেও শিশু উদ্যানের ঘাটতি ছিল। সেই ঘাটতিও পূরণ হল ২৫শে ডিসেম্বর। বাসন্তী ময়দানে উদ্বোধন হল কাকদ্বীপ শিশু উদ্যানের। শিশু উদ্যানের উদ্বোধন করেন সুন্দরবন উন্নয়নমন্ত্রী মন্টুরাম পাখিরা। পার্কের দায়িত্ব সামলাবে স্থানীয় অক্ষয়নগর শ্রী অরবিন্দ সংঘ ও পাঠাগার।
advertisement
কাকদ্বীপে শিশু উদ্যান
advertisement
- প্রায় ১২ কাঠা জমিতে তৈরি হয়েছে শিশু উদ্যানটি
- শিশু উদ্যান তৈরিতে খরচ হয়েছে ৯ লক্ষ টাকা
- শিশুদের জন্য বিনোদনের হরেক ব্যবস্থা করা হয়েছে
- দু’টি স্লিপার, দু’টি দোলনা, দু’টি হাতি স্লিপার ও ১টি মেরি গো রাউন্ড থাকছে শিশুদের জন্য
আগামীদিনে শিশু উদ্যানের ভিতরে খাবারের স্টল ও শিশুদের শৌচালয় তৈরিরও পরিকল্পনা রয়েছে। শিশু উদ্যান তৈরি হওয়ায় খুশি শিশুরাও। খেলাধূলার জায়গার আর অভাব রইল না কাকদ্বীপে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 13, 2019 11:20 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
#EgiyeBangla: রাজ্য সরকারের উদ্যোগে কাকদ্বীপে তৈরি সুবিশাল শিশু উদ্যান, খরচ ৯ লক্ষ