#EgiyeBangla:মৎস্যজীবীদের পাশে মৎস্য দফতর! মাছের চারা, চুন, খাবার দিয়ে সাহায্যের হাত বাড়াল রাজ্য

Last Updated:
#নদিয়া: মাছ চাষে উৎসাহ জোগাচ্ছে রাজ্য সরকার। মৎস্যজীবীদের দেওয়া হচ্ছে মাছ, চুন ও মাছের খাবারও। নদিয়া হরিণঘাটা ব্লকের ৩০ জন মৎস্যজীবী মৎস্য দফতরের এই উদ্যোগে উপকৃত। একদিকে মাছের চাষ বাড়ানো। আরেকদিকে মৎস্যজীবীদেরও লাভ বাড়ানো। দুই লক্ষ্যেই উদ্যোগী রাজ্য সরকার।
রাজ্য সরকারের জল ধরো জল ভরো প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে পুকুর কেটে মাছ চাষের উদ্যোগ নিয়েছে প্রশাসন। আর এভাবেই নদিয়ায় হরিণঘাটা ব্লকের মৎস্যজীবীদের পাশে দাঁড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এতে একদিকে যেমন মাছ চাষের পরিমাণ বাড়বে। আরেকদিক মৎস্যজীবীদেরও সংসারে আয়ের পরিমাণ বাড়বে। মৎস্য দফতরের উদ্যোগে মৎস্যজীবীরাও মাছ চাষে উৎসাহ পাচ্ছেন। কথায় বলে মাছে-ভাতে বাঙালি। আর মৎস্য দফতরের উদ্যোগে এই কথাই পূর্ণতা পাচ্ছে ৷
advertisement
মৎস্যজীবীদের পাশে মৎস্য দফতর---
advertisement
- মৎস্যজীবীদের মাছের চারা, চুন ও মাছের খাবার দেওয়া হয়েছে
- প্রতি মৎস্যজীবীকে ৭৫০টি করে মাছের চারা দেওয়া হয়েছে
- প্রতি মৎস্যজীবীকে ৩০ কেজি চুন ও ৮৭ কেজি মাছের খাবার দেওয়া হয়েছে ৷
মৎস্য দফতরের উদ্যোগে খুশি মৎস্যজীবীরাও। আগামী দিনে আরও মৎস্যজীবীকে এই প্রকল্পের আওতায় আনা হবে।
advertisement
মৎস্যচাষে উৎপাদন বাড়াতেই উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। কোনও জেলায় মৎস্য সঞ্চার প্রকল্পের মাধ্যমেও মৎস্যজীবীদের সহায়তা করা হচ্ছে। আর হরিণঘাটায় মৎস্যজীবীদের পাশে দাঁড়াতে জল ধরো জল ভরো প্রকল্পকেই বেছে নেওয়া হয়েছে। সবমিলিয়ে মৎস্যজীবীদের মুখে তৃপ্তির হাসি।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
#EgiyeBangla:মৎস্যজীবীদের পাশে মৎস্য দফতর! মাছের চারা, চুন, খাবার দিয়ে সাহায্যের হাত বাড়াল রাজ্য
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement