#EgiyeBangla: স্বনির্ভরতার সবুজায়ন, নার্সারি তৈরির মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে গঙ্গাজলঘাঁটি ব্লক প্রশাসন

Last Updated:
#গঙ্গাজলঘাঁটি:  বাঁকুড়া জেলার রুখা সুখা ব্লক হিসেবে চিহ্নিত গঙ্গাজলঘাঁটি। চাষবাসের তেমন সুযোগ না থাকায় অনেকেই কর্মহীন। তাই একদিকে কর্মসংস্থান ও তার সঙ্গে সবুজায়নের উদ্যোগে তৈরি হয়েছে নার্সারি। গঙ্গাজলঘাঁটি ব্লকের সঙ্গেই জেলার আটটি ব্লকে চারাগাছ সরবরাহ করছেন দেউলির নার্সারির কর্মীরা। বর্ষা এলেই সংসারে আয়। অন্য সময় অভাবের অন্ধকার। এইসব দুশ্চিন্তা এখন ঘুচেছে। নিজেদের হাতেই স্বনির্ভরতার চারাগাছ পুঁতছেন অনেকে।
মেহগনি, সোনাঝুির, শাল, সেগুনের মত বিভিন্ন প্রজাতির গাছ। গাছের চারা তৈরি করেই বাড়ছে কর্মসংস্থান। বাঁকুড়ার গঙ্গাজলঘাঁটি ব্লক জেলার মধ্যে রুক্ষ এলাকা বলেই পরিচিত। তাই বর্ষার সময় একটি মাত্র ফসল উ‍ৎপাদনের পর বছরের বাকি দিনগুলোয় মূলত কর্মহীন থাকতেন মানুষ। কৃষিজীবী মানুষের জন্য সংসার চালানো ছিল সমস্যা। তবে সমস্যার বীজ উপড়ে দিয়েছে রাজ্য সরকার। তার বদলে পোঁতা হয়েছে স্বনির্ভরতার চারাগাছ। দেউলি গ্রামের নার্সারি ইতিমধ্যেই জনপ্রিয়তা লাভ করেছে। কর্মসংস্থান হয়েছে বহু মানুষের। নার্সারি তৈরির পরে এলাকার সবুজায়নও হয়েছে।
advertisement
আগামী দিনে ফলগাছের চারা তৈরিরও পরিকল্পনা নিয়েছে ব্লক প্রশাসন। ফল বিক্রি করেও আর্থিক সচ্ছল হতে পারবেন বহু মানুষ।সেই লক্ষ্যেই আরও চারাগাছ পোঁতা হচ্ছে। কর্মসংস্থান ফেরায় হাসি ফুটেছে গঙ্গাজলঘাঁটির মুখে
-------------
advertisement
স্বনির্ভরতার ‘চারাগাছ’
-----------------------
- গঙ্গাজলঘাঁটি ব্লকের দেউলি গ্রামে নার্সারি তৈরি করেছে প্রশাসান
- মেহগনি, সোনাঝুরি, শাল, সেগুন-সহ বিভিন্ন প্রজাতির গাছের চারা পোঁতা হচ্ছে
advertisement
- গঙ্গাজলঘাঁটি ব্লকের সঙ্গেই বাঁকুড়ার ৮টি ব্লকে চারগাছ সরবরাহ করা হচ্ছে
- গঙ্গাজলঘাঁটির দেউলিতে নার্সারি
- নার্সারি তৈরি করেছে ব্লক প্রশাসন
- শাল, সেগুন, মেহগিনির চারা তৈরি
- চারা তৈরি করে ব্লকে ব্লকে সরবরাহ
- এলাকায় কর্মসংস্থানের সঙ্গেই সবুজায়ন
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
#EgiyeBangla: স্বনির্ভরতার সবুজায়ন, নার্সারি তৈরির মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে গঙ্গাজলঘাঁটি ব্লক প্রশাসন
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement