#EgiyeBangla: লক্ষ্য সবুজায়ন, বাদুড়িয়ায় শিশুদের জন্য তৈরি হচ্ছে চারটি পার্ক
Last Updated:
#বাদুড়িয়া: যত দিন গড়াচ্ছে, তত বাড়ছে জনবসতি। বড় বড় বাড়ি বা আবাসনে ভরে উঠছে পুর এলাকা। কংক্রিটের জঙ্গলে সবুজ এখন ধ্বংসের মুখে। তাই সবুজায়নের উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর স্বপ্নের গ্রিন সিটি প্রকল্পে উত্তর চব্বিশ পরগনার বাদুড়িয়ায় তৈরি হচ্ছে চারটি শিশু পার্ক। চার নম্বর ওয়ার্ডের পার্কটি তৈরির কাজ প্রায় শেষ। বাকি তিনটি পার্কও তৈরি হচ্ছে।
সবুজায়ন। এই লক্ষ্যেই বিভিন্ন পুর এলাকাকে সাজানোর পরিকল্পনা নিয়েছে রাজ্য। তবে কংক্রিটের জঙ্গলে খেলার মাঠ বা ফাঁকা জায়গা এখন কোথায়? ঘন জনবসতি বা বড় নির্মাণে ভরেছে বিভিন্ন পুর এলাকা। কংক্রিটের দাপটে সবুজের হাঁসফাঁস অবস্থা। ফাঁকা জায়গার অভাবে শিশুরাও খেলাধূলার জায়গা পায় না। তাই একদিকে সবুজায়ন, আরেকদিেক শিশুদের কথা মাথায় রেখে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। বিভিন্ন জেলায় গ্রিন সিটি প্রকল্পের আওতায় টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। বাদুড়িয়ায় তৈরি হচ্ছে চারটি চিলড্রেন্স পার্ক। চার নম্বর ওয়ার্ডের পার্কটি তৈরির কাজ শেষের পথে। আরও তিনটে পার্ক তৈরি হচ্ছে। পার্কগুলিতে শিশুরা যেমন খেলাধূলা করবে, তেমনি প্রাপ্তবয়স্করাও কিছুক্ষণ সময় কাটাতে পারবেন।
advertisement
বাদুড়িয়ায় শিশুদের জন্য পার্ক
advertisement
--------------------
- ৪ নম্বর ওয়ার্ডের পার্কটি প্রায় তৈরি হয়ে গিয়েছে
- পার্ক তৈরিতে খরচ হয়েছে ৩০ লক্ষ টাকা
- পার্কে রেস্তোরাঁ ও কফিশপ
- এছাড়াও শিশুদের জন্য বিভিন্ন রাইড
- রুদ্রপুর, পুরো ও ৩ নম্বর ওয়ার্ড এলাকায় আরও ৩টি পার্ক
- এই পার্কগুলি তৈরিতে প্রায় ৩০ লক্ষ টাকা খরচ হবে
advertisement
- শিশুদের জন্য ৪ ফিট পার্ক
- ৪ নম্বর ওয়ার্ডে পার্ক তৈরি প্রায় শেষ
- আরও ৩টি পার্ক তৈরি হচ্ছে
- শিশু থেকে বয়স্ক সবাই খুশি
মাঠে নয়, শিশুরা আজকাল ক্রিকেট বা ফুটবল খেলে মোবাইলে। তাই, পার্ক তৈরি করে শিশুদের খেলাধূলার সুযোগ করে দিতে উদ্যোগী প্রশাসন। শরীর ও মনের বিকাশ ঘটবে শিশুদের। সঙ্গে পার্কে ঘোরাফেরা করে প্রাপ্তবয়স্করাও কিছুটা তরতাজা হয়ে উঠবেন। রাজ্যের উদ্যোগকে বাদুড়িয়ার মানুষ সাধুবাদ জানিয়েছেন।প্রশাসনের উদ্যোগে শিশু থেকে বয়স্ক সবাই খুশি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 09, 2018 10:48 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
#EgiyeBangla: লক্ষ্য সবুজায়ন, বাদুড়িয়ায় শিশুদের জন্য তৈরি হচ্ছে চারটি পার্ক