ED Raid: SSC Recruitment এ দুর্নীতি মামলায় সাত সকালেই ইডির হানা পুরুলিয়ায়, এবার এই ব্যক্তির শ্বশুরবাড়িতে হানা

Last Updated:

ED Raid: সাত সকালেই ইডির হানা পুরুলিয়ায় , উঠে এল চাঞ্চল্যকর তথ্য!

ইডির হানা পুরুলিয়ায়
ইডির হানা পুরুলিয়ায়
পুরুলিয়া: সাতসকালে ইডির হানা পুরুলিয়া শহরে। শোরগোল পড়ে গিয়েছে সর্বত্র। সোমবার সকালে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই থানা এমনটাই জানা গিয়েছে। পুরুলিয়া শহরের পাঁচ নম্বর ওয়ার্ডের হুচুক পাড়ার একটি বাড়িতে এইদিন সকালে পৌঁছায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার প্রতিনিধিরা। ‌ তারপরেই শুরু হয় তল্লাশি অভিযান।
সূত্র মারফত জানা গিয়েছে , শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত প্রসূন রায়। তার শশুরবাড়ি পুরুলিয়ার এই হুচুক পাড়াতে। নীলিমা মঙ্গলের বাড়ি এটি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে এই বাড়িতে তিন বোন ও এক ভাই বসবাস করেন। ‌ শিক্ষক নিয়োগ দুর্নীতির যোগসূত্র রয়েছে এই বাড়ির সঙ্গেই। সেই কারণেই এই বাড়িতে ইডির এই তল্লাশি অভিযান। গোটা এলাকা ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী। স্থানীয় বাসিন্দাদের মধ্যেও তৈরি হয়েছে আতঙ্ক। ভিড় জমাচ্ছেন বহু কৌতুহলী মানুষ। ‌
advertisement
advertisement
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার কিনারা করতে ফের শুরু হয়েছে ইডির হানা। এসএসসি কেলেঙ্কারির ‘মিডলম্যান’ প্রসন্ন রায়। প্রায় ২৭.১৯ কোটি টাকার সম্পত্তি ইতিপূর্বেই বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জানা যায়, পুরুলিয়ায় তার শ্বশুরবাড়িতে তাই সাত সকালে হানা দিয়েছে ইডি। চলছে তল্লাশি। ইতিমধ্যেই ঘিরে ফেলা হয়েছে গোটা বাড়ি।
advertisement
সূত্র মারফত এও জানা গিয়েছে , এই বাড়িতে বসেই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় চলত নানান পরিকল্পনা। ‌ সেই কারণেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা মনে করছে এই বাড়ি থেকে তারা গুরুত্বপূর্ণ নথি পেতে পারেন। তাই শিক্ষক নিয়োগ দুর্নীতির কিনারা করতে ফের তৎপরতা বাড়াল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
Sharmistha Banerjee
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ED Raid: SSC Recruitment এ দুর্নীতি মামলায় সাত সকালেই ইডির হানা পুরুলিয়ায়, এবার এই ব্যক্তির শ্বশুরবাড়িতে হানা
Next Article
advertisement
‘প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করতে চাই’! ন্যায়বিচারের দাবিতে রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ উন্নাও কাণ্ডের নির্যাতিতার
‘প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করতে চাই’! ন্যায়বিচারের দাবিতে উন্নাও নির্যাতিতা
  • উন্নাও ধর্ষণকাণ্ডে কুলদীপ সিং সেনগরের জামিনে দিল্লিতে উত্তেজনা, নির্যাতিতা ও তাঁর মা প্রতিবাদে শামিল হন.

  • নির্যাতিতা প্রধানমন্ত্রীর কাছে ন্যায়বিচার চেয়ে রাষ্ট্রপতি ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ চান.

  • বিক্ষোভে পুলিশ ও সিআরপিএফ নির্যাতিতা ও তাঁর মাকে বাধা দেয়, বৃদ্ধা মাকে ধাক্কাধাক্কির অভিযোগ ওঠে.

VIEW MORE
advertisement
advertisement