ED Raid: SSC Recruitment এ দুর্নীতি মামলায় সাত সকালেই ইডির হানা পুরুলিয়ায়, এবার এই ব্যক্তির শ্বশুরবাড়িতে হানা
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Sarmistha Banerjee Bairagi
Last Updated:
ED Raid: সাত সকালেই ইডির হানা পুরুলিয়ায় , উঠে এল চাঞ্চল্যকর তথ্য!
পুরুলিয়া: সাতসকালে ইডির হানা পুরুলিয়া শহরে। শোরগোল পড়ে গিয়েছে সর্বত্র। সোমবার সকালে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই থানা এমনটাই জানা গিয়েছে। পুরুলিয়া শহরের পাঁচ নম্বর ওয়ার্ডের হুচুক পাড়ার একটি বাড়িতে এইদিন সকালে পৌঁছায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার প্রতিনিধিরা। তারপরেই শুরু হয় তল্লাশি অভিযান।
সূত্র মারফত জানা গিয়েছে , শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত প্রসূন রায়। তার শশুরবাড়ি পুরুলিয়ার এই হুচুক পাড়াতে। নীলিমা মঙ্গলের বাড়ি এটি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে এই বাড়িতে তিন বোন ও এক ভাই বসবাস করেন। শিক্ষক নিয়োগ দুর্নীতির যোগসূত্র রয়েছে এই বাড়ির সঙ্গেই। সেই কারণেই এই বাড়িতে ইডির এই তল্লাশি অভিযান। গোটা এলাকা ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী। স্থানীয় বাসিন্দাদের মধ্যেও তৈরি হয়েছে আতঙ্ক। ভিড় জমাচ্ছেন বহু কৌতুহলী মানুষ।
advertisement
advertisement
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার কিনারা করতে ফের শুরু হয়েছে ইডির হানা। এসএসসি কেলেঙ্কারির ‘মিডলম্যান’ প্রসন্ন রায়। প্রায় ২৭.১৯ কোটি টাকার সম্পত্তি ইতিপূর্বেই বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জানা যায়, পুরুলিয়ায় তার শ্বশুরবাড়িতে তাই সাত সকালে হানা দিয়েছে ইডি। চলছে তল্লাশি। ইতিমধ্যেই ঘিরে ফেলা হয়েছে গোটা বাড়ি।
advertisement
সূত্র মারফত এও জানা গিয়েছে , এই বাড়িতে বসেই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় চলত নানান পরিকল্পনা। সেই কারণেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা মনে করছে এই বাড়ি থেকে তারা গুরুত্বপূর্ণ নথি পেতে পারেন। তাই শিক্ষক নিয়োগ দুর্নীতির কিনারা করতে ফের তৎপরতা বাড়াল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
Sharmistha Banerjee
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 25, 2025 2:01 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ED Raid: SSC Recruitment এ দুর্নীতি মামলায় সাত সকালেই ইডির হানা পুরুলিয়ায়, এবার এই ব্যক্তির শ্বশুরবাড়িতে হানা