ED Raid: সাতসকালে গৃহস্থের ঘরে হুড়মুড়িয়ে ঢুকল কেন্দ্রীয় বাহিনী...! ধনেশ্বরপুরে কার বাড়িতে এই কাণ্ড! জানুন

Last Updated:

ED Raid: ৫ ঘণ্টা ধরে ম্যারাথন জিজ্ঞাসাবাদ চাল ব্যবসায়ীকে, পশ্চিম মেদিনীপুরে প্রত্যন্ত গ্রামীণ এলাকায় চলল ইডির তল্লাশি অভিযান।

বিভিন্ন তথ্য সংগ্রহ করে বেরিয়ে যাচ্ছেন ইডি আধিকারিকেরা
বিভিন্ন তথ্য সংগ্রহ করে বেরিয়ে যাচ্ছেন ইডি আধিকারিকেরা
পশ্চিম মেদিনীপুর: ইডির হানা মেদিনীপুরে। সকাল গড়িয়ে বিকেল, প্রায় ৫ ঘণ্টা ধরে গৃহস্থের বাড়িতে চলল তল্লাশি অভিযান। সূত্র মারফত খবর, রেশন দুর্নীতির তদন্তে নেমে পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত গ্রামীণ ব্লক দাঁতন ২ ব্লকের ধনেশ্বরপুরে এক গৃহস্থের বাড়িতে হানা দেয় ইডির বেশ কয়েকজনের একটি টিম। শুক্রবার সকাল এগারো’টার কিছুক্ষণ পরে গৃহস্থের বাড়িতে আসে ইডির দল। এরপর টানা ৫ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ চালানো হয়। জানা গিয়েছে, এক চাল ব্যবসায়ীকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করে ইডি আধিকারিকেরা। পরে অবশ্য কিছু স্টেটমেন্ট রেকর্ড, ব্যাংকের খতিয়ান, আর্থিক লেনদেনের বিষয় রেকর্ড করে বেরিয়ে যান ইডির আধিকারিকেরা।
রাজ্যের অন্যান্য জায়গার পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলাতেও আসে তদন্তকারী এজেন্সি ইডি। জেলার দাঁতন ২ ব্লকের ধনেশ্বরপুরের চাল ব্যবসায়ী স্বদেশকান্তি বেরার বাড়িতে আসে ইডি আধিকারিকেরা। পরিবার সূত্রে জানা গিয়েছে, ইডি আধিকারিকেরা যখন আসেন, তখন অবশ্য বাড়িতে ছিলেন না স্বদেশকান্তি বেরা। কিছুক্ষণ পরে তিনি বাড়িতে এলে প্রায় পাঁচ ঘণ্টা ধরে বিভিন্ন তথ্য খতিয়ে দেখেন আধিকারিকেরা।
advertisement
আরও পড়ুনঃ দিল্লির পানশালায় ঢুকেছিলেন মদের ফোয়ারা ছোটাতে, মুহূর্তে পুলিশের জালে ‘মোস্ট ওয়ান্টেড’! ঠিক যেন সিনেমা…
প্রসঙ্গত, স্বদেশ বেরার বাবা সুবল বেরা হাস্কিং চালের ব্যবসা করতেন। পরবর্তীতে চাল ব্যবসা শুরু করেন স্বদেশকান্তি বেরা। বর্ধমান-সহ বিভিন্ন জায়গায় চালের ব্যবসা করতেন তিনি। এদিনের সকালে তার বাড়িতে হানা দেয় ইডি আধিকারিকেরা। স্বদেশকান্তি বেরার নিকট আত্মীয় সীতানাথ প্রধান জানিয়েছেন, “রেশন দুর্নীতির তদন্ত এসেছিল ইডি আধিকারিকেরা। স্বদেশ কান্তি বেরার ব্যাঙ্ক স্টেটমেন্ট, আর্থিক লেনদেনের বিষয়-সহ একাধিক তথ্য খুঁটিয়ে দেখেন তারা। পাশাপাশি বেশ কিছু তথ্য ইডি রেকর্ড করে। রেশন চাল সরবরাহ কিংবা রেশন সংক্রান্ত কোনও ক্ষেত্রেই যোগ নেই তার।”
advertisement
advertisement
আরও পড়ুনঃ বাড়িতে আচমকা ‘এই’ সমস্যা হচ্ছে? কোনও সঙ্কেত দেখা দিচ্ছে? বাস্তু দোষে তছনছ হবে সংসার, জানুন প্রতিকার
বাড়িতে স্বদেশ বেরার স্ত্রী, এক ছেলে, বাবা-মা রয়েছে। শুক্রবার সকালে বাড়িতে ইডি আধিকারিকদের হানায় স্বাভাবিকভাবে হতবাক হয়ে যান তারা। এদিনের এই অভিযান বিষয়ে মুখ খোলেনি স্বদেশকান্তি বেরা-সহ ইডির কোনও আধিকারিক। স্বাভাবিকভাবে জেলাতে ইডির তল্লাশি এবং ৫ ঘণ্টা ধরে ম্যারাথন জিজ্ঞাসাবাদ ঘিরে বিভিন্ন মহলে চাপানোউতর সৃষ্টি হয়েছে।
advertisement
রঞ্জন চন্দ
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ED Raid: সাতসকালে গৃহস্থের ঘরে হুড়মুড়িয়ে ঢুকল কেন্দ্রীয় বাহিনী...! ধনেশ্বরপুরে কার বাড়িতে এই কাণ্ড! জানুন
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement