Shankar Adhya arrested: মাঝরাতে গ্রেফতার বনগাঁর দাপুটে তৃণমূল নেতা শঙ্কর আঢ্য! ফের আক্রান্ত ইডি, পড়ল ইট

Last Updated:

শঙ্কর আঢ্য দীর্ঘ দিন ধরেই উত্তর চব্বিশ পরগণার সীমান্ত শহর বনগাঁর দাপুটে তৃণমূল নেতা৷ বর্তমানে বনগাঁ জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক পদে রয়েছেন তিনি৷

শঙ্কর আঢ্যকে গ্রেফতার করল ইডি৷
শঙ্কর আঢ্যকে গ্রেফতার করল ইডি৷
বনগাঁ: প্রায় দিনভর তল্লাশির পর রেশন বণ্টন দুর্নীতি কাণ্ডে বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যকে গ্রেফতার করল ইডি৷ বনগাঁর এই দাপুটে তৃণমূল নেতাকে নিয়ে ইডি আধিকারিকরা গভীর রাতে তাঁর বাড়ি থেকে বেরনোর সময় ইডি অফিসারদের গাড়ি লক্ষ্য করে ইট ছোড়ে জনতার একাংশ৷ জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠি চালায় সিআরপিএফ জওয়ানরা৷ রাতেই শঙ্কর আঢ্যকে নিয়ে কলকাতায় রওনা দেন ইডি কর্তারা৷ আগামিকাল তাঁকে আদালতে পেশ করা হবে৷
রেশন বণ্টন দুর্নীতি কাণ্ডে আগেই রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করেছিল ইডি৷ সেই সূত্রেই এ দিন রাজ্যের বিভিন্ন প্রান্তে সকাল থেকে তল্লাশি শুরু করেন ইডি আধিকারিকরা৷ উত্তর চব্বিশ পরগণার সন্দেশখালিতে তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে তল্লাশিতে গিয়ে আক্রান্ত হন ইডি আধিকারিক এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা৷ এক ইডি আধিকারিকের মাথা ফাটে৷ ইডি আধিকারিকদের গাড়িও ভাঙচুর করা হয়৷ আক্রান্ত হয় সংবাদমাধ্যমও৷ এর পর রাতে বনগাঁতেও শঙ্কর আঢ্যকে গ্রেফতারের পর আক্রমণের মুখে পড়তে হল ইডি কর্তাদের৷
advertisement
advertisement
শুক্রবার সকাল সাড়ে সাতটায়  শঙ্কর আঢ্যর বনগাঁর বাড়িতে হানা দেন ইডি আধিকারিকরা৷ এ ছাড়াও তাঁর কলকাতার বাড়িতেও তল্লাশি চালানো হয়৷ শঙ্কর আঢ্যর শ্বশুরবাড়ি থেকে ইডি নগদ সাড়ে ৮ লক্ষ টাকা উদ্ধার করেছে বলে সূত্রের খবর৷
advertisement
শঙ্কর আঢ্য দীর্ঘ দিন ধরেই উত্তর চব্বিশ পরগণার সীমান্ত শহর বনগাঁর দাপুটে তৃণমূল নেতা৷ বর্তমানে বনগাঁ জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক পদে রয়েছেন তিনি৷ তবে দলীয় পদের ওজন যাই হোক না, কার্যক্ষেত্রে বনগাঁ এলাকায় শঙ্কর আঢ্যর প্রভাব তর্কাতীত৷ ইডি সূত্রে খবর, রেশন বণ্টন দুর্নীতি কাণ্ডে জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতারের পরই তদন্তে শঙ্কর আঢ্যর নামও উঠে এসেছিল৷
advertisement
শঙ্কর আঢ্যকে গ্রেফতারের পর তাঁর স্ত্রী জ্যোৎস্না আঢ্য সংবাদমাধ্যমের সামনে দাবি করেন, ‘আমরা সারাদিন তদন্তে সহযোগিতা করেছি৷ শেষে রাত ১২.১৫ মিনিটে ইডি-র একজন অফিসার  কাগজ বের করে দাবি করলেন, জ্যোতিপ্রিয় মল্লিক নাকি ওনার নাম বলেছেন৷ এটা পুরোপুরি নাটক, মিথ্যে মামলায় ফাঁসানো হল৷’
সহকারী প্রতিবেদন- অনিরুদ্ধ কীর্তনীয়া
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Shankar Adhya arrested: মাঝরাতে গ্রেফতার বনগাঁর দাপুটে তৃণমূল নেতা শঙ্কর আঢ্য! ফের আক্রান্ত ইডি, পড়ল ইট
Next Article
advertisement
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
  • ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া ও রাহুল গান্ধি-সহ অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ কার্যত নাকচ করে দেওয়া ট্রায়াল কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করল ইডি. ইডি আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে.

VIEW MORE
advertisement
advertisement