Eco Tourism Park| Ashoknagar|| কোটি কোটি ব্যয়ে অশোকনগরে হবে ইকো ট্যুরিজম, পর্যটনের মাধ্যমে রাজ্যে কর্মসংস্থানের দিশা

Last Updated:

Ashoknagar Eco Tourism Park,West Bengal Employment News: কোটি টাকা ব্যয়ে অশোকনগরে হবে ইকো ট্যুরিজম, পর্যটনের মধ্যে দিয়ে হবে কর্মসংস্থান...

অশোকনগরে ইকো ট্যুরিজম 
অশোকনগরে ইকো ট্যুরিজম 
অশোকনগর: দু-কোটি টাকা খরচ করে জেলায় অশোকনগরে তৈরি হতে চলেছে ইকো ট্যুরিজম পার্ক ও প্রমোদ উদ্যান। প্রকল্পের অনুমোদন মিলে গিয়েছে ইতিমধ্যেই, শীঘ্রই শুরু হবে কাজ বলে খবর প্রশাসনিক সূত্রে। অশোকনগর বিধানসভার হাবরা দু'নম্বর ব্লকের শ্রীকৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় ১০০ একরের একটি জলাভূমি রয়েছে। তবে সেটি ব্যক্তিগত মালিকানাধীন নয়, জায়গাটি সরকারি ভেস্ট ল্যান্ড বলেই জানান অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী।
শীতকালে এখানে প্রচুর পরিযায়ী পাখির আনাগোনা লক্ষ্য করা যায়। আশুদি নামে একটি বিলও রয়েছে ওই এলাকায়। শীতের মরশুমে বহু মানুষ বেড়াতেও আসেন এইখানে। দীর্ঘদিন ধরেই এই এলাকায় ইকো ট্যুরিজম কেন্দ্র গড়ে তোলার দাবি ছিল অশোকনগরের মানুষের বলেই জানান বিধায়ক। বিষয়টি বিধানসভায় সকলের নজরে আনেন বিধায়ক নারায়ণ গোস্বামী। আর সেই প্রস্তাবেরই অনুমোদন মিলল অবশেষে। দীর্ঘ বছর ধরে চলা জলযন্ত্রণা‌ থেকে অশোকনগরের মানুষকে মুক্তি দিতে পাশাপাশি পর্যটন ব্যবসার কথা মাথায় রেখে ইতিমধ্যেই শুরু হয়েছে বিদ্যাধরী খাল সংস্কারের কাজও।
advertisement
আরও পড়ুনঃ পরিকাঠামো, পড়ুয়ার অভাবে ধুঁকছে স্কুল! রাত নামলেই বসে মদের আসর
ইকো ট্যুরিজম পার্ক গড়ে উঠলে হবে নতুন কিছু কর্মসংস্থান। সেক্ষেত্রে অগ্রাধিকার পাবে স্থানীয় এলাকার মানুষ। ফলে দূর-দূরান্ত থেকে মানুষ আসবেন এই ইকো ট্যুরিজম পার্কে পর্যটন ব্যবসায় নতুন দিশা দেখাবে অশোকনগর আশা প্রশাসনিক কর্তা থেকেই অশোকনগরবাসীদের। পরবর্তীতে অশোকনগরের বিদ্যাধরী খাল সংস্কার সম্পন্ন হলে, সেখানেও বোটিংয়ের মাধ্যমে পর্যটন ব্যবসাকে বিস্তৃতি ঘটানো যায় কিনা সে ব্যাপারেও চিন্তাভাবনা রয়েছে প্রশাসনের বলেই জানা গিয়েছে।
advertisement
advertisement
Rudra Narayan Roy
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Eco Tourism Park| Ashoknagar|| কোটি কোটি ব্যয়ে অশোকনগরে হবে ইকো ট্যুরিজম, পর্যটনের মাধ্যমে রাজ্যে কর্মসংস্থানের দিশা
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement