ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেফতার ইসিএল কর্মী

নিজস্ব চিত্র

নিজস্ব চিত্র

ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধৃত ইসিএল কর্মী। গ্রেফতার ইসিএলের কর্মী সন্দীপ সাধু।

  • Last Updated :
  • Share this:

    #আসানসোল: ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধৃত ইসিএল কর্মী। গ্রেফতার ইসিএলের কর্মী সন্দীপ সাধু। অভিযোগ চাকরির প্রশিক্ষনের জন্য ওড়িশার এক যুবকের থেকে পঞ্চাশ হাজার টাকা ঘুষ চান সন্দীপ। এরপরই ওই যুবক সিবিআইয়ের কাছে অভিযোগ জানান। বৃহস্পতিবার ঘুষ নেওয়ার সময় হাতেনাতে সন্দীপকে ধরেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা।

    বৃহস্পতিবার তাকে গ্রেফতার করে ECL-এর মানব সম্পদ উন্নয়ন বিভাগ (HRD) । অভিযোগ HRD বিভাগের প্রশিক্ষণ কেন্দ্রে এক যুবককে ভর্তি করে দেওয়ার জন্য ৫০ হাজার টাকা ঘুষ চেয়েছিলেন তিনি ৷ যুবকের সন্দেহ হওয়াতে তিনি সিবিআই-কে বিষয়টি জানান ৷ এরপর ইসিএলের কর্মী সন্দীপ সাধুকে গ্রেফতার করেছেন সিবিআই আধিকারিকরা ৷

    জানা গিয়েছে, হাতানাতে ধরার জন্য যুবককে টাকা দিয়ে পাঠানো হয় সন্দীপ সাধুর কাছে ৷ সেখানে সাদা পোশাকে পুলিশ উপস্থিত ছিলেন ৷ টাকা নেওয়ার সময় তাকে হাতেনাতে ধরে ফেলে ৷ জেরায় সমস্ত অভিযোগ স্বীকার করে নিয়েছেন তিনি ৷

    First published:

    Tags: Bribe, ECL Employee, Officer arrested for taking bribe