#কলকাতা: বোমা, গুলি, মারধর এবং বুথ দখলকে কেন্দ্র করে সোমবার সকাল থেকেই রক্তাক্ত হয়ে ওঠে গ্রাম পঞ্চায়েত ৷ অশান্তি, সংঘর্ষের খবরে সোমবার সকাল থেকেই সংবাদ শিরোনামে উঠে এসেছে ভাঙড় ৷ ভাঙড়ে গন্ডগোল নিয়ে কড়া পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন নির্বাচন কমিশন ৷ এবার ভাঙড়ের ঘটনা নিয়েই এডিজি আইন শৃঙ্খলার কাছে রিপোর্ট চাইল নির্বাচন কমিশন ৷
ভোটের সকালেই উত্তপ্ত ভাঙড়। মাছিভাঙায় বুথ দখলের অভিযোগ আরাবুল বাহিনীর বিরুদ্ধে। খবর সংগ্রহে গিয়ে আক্রান্ত সংবাদমাধ্যম। ভাঙড়ের উত্তর গাজিপুরে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার এক। এএসপি সন্দীপ মণ্ডলের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয় । নামানো হয়েছে র্যাফ । উত্তর গাজিপুরে গন্ডগোলের জেরে মাছিভাঙায় পথ অবরোধ করেন জমিরক্ষা কমিটির সদস্যরা। টিন, বাঁশ ফেলে বন্ধ করে রাখা হয়েছে লাউহাটি থেকে হাড়োয়া যাওয়ার রাস্তা ।
এমনকী, জয় সুনিশ্চিত করতেই দলীয় কর্মীদের দিয়ে নির্দল প্রার্থীকে অপহরণ করিয়েছেন স্বয়ং আরাবুল ৷ এমনটাও অভিযোগ উঠেছে বিরোধী দলের তরফে ৷ এদিকে, ভাঙড়ে গন্ডগোলের জের বারুইপুর পুলিশ সুপারের কৈফিয়ত তলব করেছে নির্বাচন কমিশন। অবিলম্বে গন্ডগোল বন্ধে পুলিশ সুপারকে পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bhangar, Exit poll result 2018 West Bengal, Live West Bengal Panchayat Poll, Panchayat polls 2018, Panchayat Polls live, Pashchimbanga Panchayat nirbachan 2018, South Bengal Panchayat Election 2018, West Bengal Panchayat polls 2018