Kazi Nazrul Islam: বিদ্রোহী কবিকে শ্রদ্ধা জানাতে বড় উদ্যোগ নেবে রেল! জন্মভিটেতে শুরু হয়েছে বিশাল উৎসব
- Published by:Teesta Barman
- hyperlocal
- Reported by:Nayan Ghosh
Last Updated:
Kazi Nazrul Islam: কবির ১২৫ তম জন্ম বার্ষিকীর অনুষ্ঠানে হাজির হয়ে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানিয়েছেন, আসানসোল বিভাগের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার কবিকে সম্মান জানাতে রেলের তরফ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে।
আসানসোল: বিদ্রোহী কবি নজরুল ইসলামের ১২৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে বিশাল আয়োজন কবির জন্মভিটাতে। আসানসোলের নজরুল তীর্থ চুরুলিয়ায় কবির জন্মদিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মেলার আয়োজন করা হয়েছে। যদিও এই মেলা চলতি বছরে ৪৪ তম বর্ষে পা রেখেছে। কিন্তু কবির ১২৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানের জাঁকজমক বেড়েছে অনেকটা।
অন্যদিকে নজরুল প্রেমীদের জন্য বড় সুখবর দিয়েছে রেল। কবির প্রতি শ্রদ্ধা জানাতে পূর্ব রেলের পক্ষ থেকে বড় পদক্ষেপ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এমনটাই জানিয়েছেন কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেবাশিস বন্দ্যোপাধ্যায়। সেই বিষয়ে ইতিমধ্যে পরিকল্পনা চাওয়া হয়েছে। যে পরিকল্পনার বাস্তবায়ন হলে তা কবি নজরুলের প্রতি শ্রদ্ধা জানানোর একটি মাইলফলক হয়ে থাকবে। বড় উপহার হবে নজরুল প্রেমীদের জন্য।
advertisement
advertisement
নজরুল তীর্থ চুরুলিয়ায় কবির ১২৫ তম জন্মদিবস উপলক্ষে নানারকম অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। একটি প্রভাত ফেরির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়েছে। রয়েছে একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠান। ৩১ মে পর্যন্ত চুরুলিয়া গ্রামে চলবে বিশেষ মেলা। যেখানে কবি নজরুলকে নিয়ে চলবে চর্চা। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে কবিকে শ্রদ্ধা সম্মান জানাবেন নজরুল প্রেমী, নজরুল গবেষকরা।
advertisement
কবির ১২৫ তম জন্ম বার্ষিকীর অনুষ্ঠানে হাজির হয়ে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানিয়েছেন, আসানসোল বিভাগের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার কবিকে সম্মান জানাতে রেলের তরফ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। কেন্দ্রের তরফে কবিকে শ্রদ্ধা জানানোর বিশেষ উদ্যোগ নেওয়া হবে। চুরুলিয়া সংলগ্ন সবচেয়ে নিকটবর্তী স্টেশন অর্থাৎ বারাবনি স্টেশনে বিদ্রোহী কবিকে শ্রদ্ধা জানানো। যে বিষয়ে ইতিমধ্যেই পরিকল্পনা চাওয়া হয়েছে।
advertisement
নয়ন ঘোষ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 26, 2024 3:53 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kazi Nazrul Islam: বিদ্রোহী কবিকে শ্রদ্ধা জানাতে বড় উদ্যোগ নেবে রেল! জন্মভিটেতে শুরু হয়েছে বিশাল উৎসব