মাধ্যমিক থেকে উচ্চ-মাধ্যমিক, ম্যান অফ দ্য ম্যাচ পূর্ব-মেদিনীপুর
Last Updated:
#পূর্ব মেদিনীপুর: বোর্ডের পরীক্ষায় ধারাবাহিকতা ধরে রাখল পূর্ব মেদিনীপুর। ফের একবার রাজ্যে শতকরা পাসের হারে প্রথম স্থান দখলে রাখল বিদ্যাসাগরের জেলা, এই নিয়ে টানা সাতবার। মেধা তালিকায় প্রথম দশে থাকা ১৩৭ জন পড়ুয়ার মধ্যে ১০ জনই পূর্ব মেদিনীপুরের।
এবছর মাধ্যমিকে ৬৯৪ নম্বর পেয়ে প্রথম হয়েছিল পূর্ব মেদিনীপুরের সৌগত দাস। পাসের হারের নিরিখেও সবার আগে ছিল এই জেলা। মাধ্যমিকের পর উচ্চমাধ্যমিকের ফলেও পূর্ব মেদিনীপুরের জয়জয়কার।
- উচ্চমাধ্যমিকে ৪৯৬ নম্বর পেয়ে যুগ্ম দ্বিতীয় পূর্ব মেদিনীপুরের তন্ময় মেইকাপ
advertisement
- মেধা তালিকায় প্রথম দশে থাকা ১৩৭ জনের মধ্যে ১০ পড়ুয়া পূর্ব মেদিনীপুরের
advertisement
- রাজ্যে শতকরা পাসের হারে ফের প্রথম পূর্ব মেদিনীপুর
- পূর্ব মেদিনীপুরে পাসের হার ৯৪.১৯
- এই নিয়ে টানা ৭ বার পাসের হারে প্রথম এই জেলা
জেলার এই সাফল্যে গর্বিত পূর্ব মেদিনীপুরের পড়ুয়ারাও৷ দিনের পর দিন ধরে সাফল্যের এই ট্রাডিশন বজায় রেখেছে পূর্ব মেদিনীপুর। কিন্তু এই সাফল্যের রহস্য কী? উত্তর দিলেন জেলার বিশিষ্ট শিক্ষক-শিক্ষিকারা। ছাত্র-ছাত্রীদের একাগ্রতা, অভিভাবকদের তাগিদ ও শিক্ষক-শিক্ষিকাদের প্রচেষ্টা। এসবের মিশ্রণেই ফের একবার সফল বিদ্যাসাগরের জেলা পূর্ব মেদিনীপুর।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 27, 2019 11:23 PM IST