Madhyamik Examination 2023: সংসারের জন্য টোটো চালাতে অভ্যস্ত হাত, নিজেই টোটো চালিয়ে পরীক্ষাকেন্দ্রে যাতায়াত করছে মাধ্যমিক পরীক্ষার্থী
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Madhyamik Examination 2023: মাধ্যমিক পরীক্ষা চলাকালীন বাবা মাকে সঙ্গে নিয়ে দেবশ্রী পরীক্ষা দিতে যায় কেটিপিপি হাইস্কুলে
কোলাঘাট : পূর্ব মেদিনীপুরের কোলাঘাট গার্লস স্কুলের মাধ্যমিকের ছাত্রী দেবশ্রী খাঁড়া। কোলাঘাটে কেটিপিপি হাইস্কুলেই পড়েছে তার স্কুলের মাধ্যমিক পরীক্ষার কেন্দ্র। কোলাঘাট থেকে কেটিপিপি হাইস্কুলে পরীক্ষা দিতে নিজেই টোটো চালিয়ে পরীক্ষা দিতে যায়। তার পর ফিরে আসে সে। প্রতিটি পরীক্ষার দিনই এভাবেই পরীক্ষাকেন্দ্রে সে আসে।
দেবশ্রীর বাবা সনাতন খাঁড়া জানান, কয়েক বছর আগে দুর্ঘটনায় তাঁর পায়ে আঘাত লাগে। তার পরই মেয়ে দেবশ্রী পরিবারের পাশে দাঁড়ানোর জন্য এগিয়ে আসে। প্রায়শই কোলাঘাট বাজারে টোটো চালায় তার পরিবারের পাশে দাঁড়ানোর জন্য।
advertisement
আরও পড়ুন : সন্তান প্রসবের মিনিট কয়েক পরেই পরীক্ষায় বসল মাধ্যমিক পরীক্ষার্থী
তবে বর্তমানে মাধ্যমিক পরীক্ষা চলাকালীন বাবা মাকে সঙ্গে নিয়ে দেবশ্রী পরীক্ষা দিতে যায় কেটিপিপি হাইস্কুলে। দেবশ্রী জানায়, গাড়ি চালানো কয়েক বছর আগেই শিখেছে। তাই তার টোটো চালাতে সমস্যা হয় না। পরিবারের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই দেবশ্রীর এই প্রয়াস।
advertisement
আগামিদিনে এভাবেই টোটো চালিয়ে পরিবারের পাশে থাকতে চায়। তবে দেবশ্রীর এই টোটো চালিয়ে পরীক্ষাকেন্দ্রে আসার ঘটনায় তাজ্জব হয়ে গিয়েছে তাঁর বন্ধুবান্ধবরা। একইসঙ্গে অবাক সকলে। তাঁকে স্যালুটও জানাচ্ছেন সকলে।
(প্রতিবেদন: সুজিত ভৌমিক, সর্বানন্দ মিশ্র)
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 28, 2023 11:58 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Madhyamik Examination 2023: সংসারের জন্য টোটো চালাতে অভ্যস্ত হাত, নিজেই টোটো চালিয়ে পরীক্ষাকেন্দ্রে যাতায়াত করছে মাধ্যমিক পরীক্ষার্থী