East Medinipur News:সিন্ধু বা সাইনাদের মত ব্যাডমিন্টন প্রতিভা উঠে আসবে এবার প্রত্যন্ত গ্রাম থেকে, বিশেষ ভূমিকায় ব্লক প্রশাসন

Last Updated:

East Medinipur News: পিভি সিন্ধু বা সাইনা নেহওয়ালের মত বিখ্যাত ব্যাডমিন্টন প্রতিভারা উঠে আসবে এবার প্রত্যন্ত গ্রাম থেকে। দারুণ উদ্যোগ ব্লক প্রশাসনের।

+
তমলুক

তমলুক ব্লক

তমলুক: সময় যত এগোচ্ছে ততই শহর থেকে গ্রাম বাংলা সর্বত্রই খেলাধুলার পরিসর হারিয়ে যাচ্ছে। বলা ভাল, বর্তমান প্রজন্ম মাঠ বিমুখ। পড়াশোনার ইঁদুর দৌড়ে একে অপরকে টপকাতে মরিয়া চেষ্টায় বর্তমান প্রজন্ম ভুলে গিয়েছে খেলার মাঠ। পড়াশোনার ফাঁকে খেলার মাঠ ছেড়ে মোবাইল বা কম্পিউটার গেমসে মগ্ন বর্তমান প্রজন্ম। খেলাধূলা শুধুমাত্র শারীরিক বিকাশ নয়, সাহায্য করে মানসিক ও সামাজিক বিকাশেও। মোবাইলে বন্দি বর্তমান প্রজন্মকে আবারও খেলাধূলার মধ্যে ফিরিয়ে আনতে বিশেষ ভূমিকায় ব্লক প্রশাসন।
বর্তমান সময়ে খেলাধুলার মধ্যে ক্রিকেট ও ফুটবলের পরিসর থাকলেও কিন্তু ভলিবল, হ্যান্ডবল সহ অন্যান্য ধরনের খেলাধুলা পরিসর কমে এসেছে। এই ধরনের খেলাধূলাকে প্রমোট করছে বর্তমান কেন্দ্র ও রাজ্য উভয় সরকার। শুধু ক্রিকেট বা ফুটবল নয় অন্যান্য খেলাধূলাতে ভারতবর্ষ জুড়ে ছাপ ফেলছে বিভিন্ন প্রতিভা। খেলাধূলার মধ্য দিয়ে বর্তমান প্রজন্মের চারিত্রিক ও মানসিক বিকাশে বিশেষ ভূমিকায় তমলুক ব্লক প্রশাসন। তমলুক ব্লক প্রশাসনের উদ্যোগে গড়ে উঠেছে ইনডোর ব্যাডমিন্টন কোর্ট। যেখানে দুটি পাশাপাশি কোর্ট তৈরি করা হয়েছে।
advertisement
তমলুক ব্লক প্রশাসনিক অফিস চত্বরেই ইনডোর ব্যাডমিন্টন কোর্ট গড়ে তোলা হয়েছে প্রশাসনের উদ্যোগে। এ বিষয়ে তমলুক ব্লকের ভিডিও ওয়াসিম রেজা জানান,’বর্তমান সময়ে ৮ থেকে ৮০, সব বয়সের মানুষেরা মুঠোফোনে বন্দি। মোবাইল নিয়েই ব্যস্ত সবাই। তাদেরকে যদি আমরা খেলাধূলার মধ্যে ব্যস্ত রাখতে পারি তাদের শরীরচর্চার যেমন হবে, ঠিক তেমনই সুস্থ মানসিকতাও তৈরি হবে। যা বর্তমান দিনে অত্যন্ত জরুরি। আগামী দিনে তমলুক ব্লকের স্কুল ছাত্র ছাত্রীদের জন্য বিনামূল্যে ব্যাডমিন্টন প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। স্কুল ভিত্তিক টুর্নামেন্ট ও আয়োজন করার চিন্তা ভাবনা রয়েছে।’
advertisement
advertisement
তমলুক ব্লকের এই ইনডোর ব্যাডমিন্টন কোর্টের পাশাপাশি একটি অজয় মুখোপাধ্যায়ের স্মৃতির উদ্দেশ্যে তাঁরই নামাঙ্কিত সংস্কৃতি মঞ্চ গড়ে তোলা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। এলাকার খেলাধুলা ও সংস্কৃতি চর্চার ক্ষেত্রে এই ইনডোর ব্যাডমিন্টন কোর্ট ও মঞ্চ আগামী দিনে বিশেষ ভূমিকা গ্রহণ করবে বলে মনে করছে প্রশাসন। আগামী দিনে প্রত্যন্ত গ্রাম থেকেই উঠে আসবে সাইনা নেহওয়াল ও পিভি সিন্ধুর মত ব্যাডমিন্টন তারকারা।
advertisement
সৈকত শী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Medinipur News:সিন্ধু বা সাইনাদের মত ব্যাডমিন্টন প্রতিভা উঠে আসবে এবার প্রত্যন্ত গ্রাম থেকে, বিশেষ ভূমিকায় ব্লক প্রশাসন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement