তালসারিতে ঘুরে বেড়াচ্ছিলেন পর্যটকেরা... আচমকা ভেসে এল বিরাটাকার বিকট দৈত্যাকার মাছ, সাংঘাতিক কাণ্ড!

Last Updated:

মাছটির দৈর্ঘ্য প্রায় ২০ফিট। সমুদ্রের মাঝখানে জেলেদের জালে বিশাল মাছটি ধরা পড়েছিল। এখন তাকেই তালাসারির মৎস্য নিলাম কেন্দ্রে নিয়ে আসা হবে।

News18
News18
পঙ্কজ দাশরথী, তালসারি: তালাসারি সমুদ্রে মৎস্যজীবীদের জালে ধরা পড়ল দৈত্যকার বিরল প্রজাতির হাঙর মাছ। জেলেদের জালে ধরা পড়া বিরল প্রজাতির এই মাছ দেখার জন্য স্থানীয় মানুষ ও পর্যটকদের ভিড় ছিল দেখার মতো। তালাসারি সমুদ্রে মৎস্যজীবীদের জালে ধরা পড়া মাছটির ওজন প্রায় ৩০ কুইন্টালেরও বেশি বলে অনুমান করা হয়েছে।
জানা যাচ্ছে, মাছটির দৈর্ঘ্য প্রায় ২০ফিট। সমুদ্রের মাঝখানে জেলেদের জালে বিশাল মাছটি ধরা পড়েছিল। এখন তাকেই তালাসারির মৎস্য নিলাম কেন্দ্রে নিয়ে আসা হবে। সমুদ্র সৈকতে বিভিন্ন সময়ে ডলফিন, ইয়েলো বেলিড ও সামুদ্রিক কচ্ছপ-সহ নানা ধরনের প্রাণী ভেসে এসেছে। জোয়ারের সময় নিউ দিঘা দিক থেকে ওল্ড দিঘার ঘাটেও ভেসে আসে অদ্ভুত সব প্রাণী।  পূর্ব মেদিনীপুর জেলার দিঘা কিংবা সমুদ্র সৈকত তাজপুর রাজ্যে তথা দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। চলতি পর্যটন মরশুমে প্রতিদিনই পর্যটকের ভিড়। কিন্তু এদিন দিঘায় পর্যটক এরা সমুদ্র স্নানের সময়ে হঠাতেই এই প্রাণী ভেসে আসায় অনেকেই সমুদ্র সৈকত ছাড়ে।
advertisement
advertisement
কিছুদিন আগে দিঘা সমুদ্র সৈকতে একটি ইরাবতী প্রজাতির ডলফিন ভেসে আসে। তবে তা জীবিত নয় মৃত। এমনকি দেহে পচন ধরে যায়। পচন ধরে যাওয়া ডলফিনের তীব্র গন্ধে সমুদ্র সৈকত ছেড়ে পালায় পর্যটকেরা। পরে দিঘার গ্রিন টিম ও বনদফতরের কর্মীরা এসে মৃত পচে যাওয়া ডলফিনটিকে উদ্ধার করে। শীত পড়তেই শুরু হয়ে গিয়েছে ছুটির মরসুম। সুযোগ পেলেই বেড়াতে যাচ্ছেন মানুষ। মোট কথা সমুদ্রসৈকতে পর্যটকের ভিড় সবসময়েই থাকছে দেখার মতো। এদিন ৩০ কুইন্টালেরও বেশি ওজনের হাঙরকে ঘিরে বেশ চাঞ্চল্য ছড়িয়েছে।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
তালসারিতে ঘুরে বেড়াচ্ছিলেন পর্যটকেরা... আচমকা ভেসে এল বিরাটাকার বিকট দৈত্যাকার মাছ, সাংঘাতিক কাণ্ড!
Next Article
advertisement
Indigo Flights Cancellations: যাত্রী ভোগান্তি অব্যাহত ! দেশজুড়ে অসংখ্য ফ্লাইট বাতিল বা অস্বাভাবিক দেরিতে চলছে ইন্ডিগোর বিমান
যাত্রী ভোগান্তি অব্যাহত ! দেশজুড়ে অসংখ্য ফ্লাইট বাতিল বা দেরিতেই চলছে ইন্ডিগোর বিমান
  • যাত্রী ভোগান্তি অব্যাহত !

  • দেশজুড়ে অসংখ্য ফ্লাইট বাতিল

  • অস্বাভাবিক দেরিতে চলছে ইন্ডিগোর বিমান

VIEW MORE
advertisement
advertisement