East Medinipur News: রেডিও থেকে রঙিন টিভি, বদলেছেন নিজেকে! কিন্তু স্মার্টফোনের দাপটে দিশেহারা এই কারিগর, জানলে চোখে জল আসবে

Last Updated:

East Medinipur News: রেডিও থেকে স্মার্ট টিভি, এবার মোবাইলের ধাক্কায় সংকটে সারাইয়ের দোকান, সমস্যায় পটাশপুরের স্বপন রানা।

+
স্বপন

স্বপন রানা

পটাশপুর, মদন মাইতি: বর্তমান ওটিটি প্ল্যাটফর্মের যুগে এক সময়ের পরিচিত মুখ রেডিও ও টিভি মেরামতকারী আজ প্রায় অদৃশ্য। যে পেশায় একসময় ছিল ব্যস্ততা, এখন সেখানে নেমে এসেছে গভীর নীরবতা। আগে বাড়ির টিভি বা রেডিও খারাপ হলেই মানুষ ছুটে যেত সারাইয়ের দোকানে। দোকানের সামনে পড়ত লাইন। সকাল থেকে রাত পর্যন্ত চলত কাজ। সেই পেশাই আজ অস্তিত্বের সংকটে। কারণ সময় বদলেছে। বিনোদনের কেন্দ্র এখন আর টিভি নয়। মোবাইল ফোনই হয়ে উঠেছে সবকিছুর বিকল্প।
সিরিয়াল, সিনেমা, খেলা, সবই এখন হাতের মুঠোয়। ফলে টিভি সারাইয়ের প্রয়োজন ক্রমেই কমে যাচ্ছে। পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরের স্বপন রানার জীবনের গল্প সেই পরিবর্তনেরই বাস্তব ছবি। বহু বছর ধরে রেডিও সারাই করেই সংসার চালিয়েছেন তিনি। একসময় রেডিও ছিল ঘরে ঘরে। খবর, গান, নাটক-সবকিছুর ভরসা ছিল রেডিও। তখন স্বপনের দোকানে কাজের অভাব ছিল না। পরে সময় বদলায়। রেডিওর জায়গা নেয় টেলিভিশন। স্বপনও বদলান নিজেকে। রেডিও ছেড়ে টিভি সারাই শুরু করেন।
advertisement
advertisement
সেই সময়ও ভালই চলত দোকান। এলাকার মানুষ ভরসা করতেন তাঁর ওপর। তাঁর অভিজ্ঞ হাতেই খারাপ টিভি ভাল হয়ে বাড়ি ফিরত। কিন্তু গত কয়েক বছরে পরিস্থিতি একেবারেই বদলে গিয়েছে। সাধারণ টিভির জায়গা নিয়েছে স্মার্ট টিভি। এই নতুন প্রযুক্তির সঙ্গে তাল মেলানো সহজ নয়। স্মার্ট টিভির সমস্যাগুলি অনেকটাই জটিল। অনেক ক্ষেত্রে সারাইয়ের বদলে টিভি বদলে দেন ক্রেতারা। ফলে স্বপনদের মত পুরনো কারিগরদের আর তেমন ডাকা পড়ে না। তারওপর স্মার্ট টিভিকেও বড় চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে স্মার্টফোন। এখন আলাদা করে টিভি চালানোর প্রয়োজনই বোধ করেন না অনেকে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
মোবাইলেই দেখা যায় সিনেমা, ওয়েব সিরিজ, খেলা। এই পরিস্থিতিতে ভবিষ্যৎ নিয়ে দিশেহারা স্বপন রানা। আয় কমেছে। দোকান খোলা থাকলেও ক্রেতা আসে না বললেই চলে। দিনের পর দিন বসে থাকতে হয়। নতুন করে কীভাবে নিজেকে বদলাবেন, সেটাই বড় প্রশ্ন। বয়স বাড়ছে। নতুন প্রযুক্তি শেখাও সহজ নয়। তবুও আশা ছাড়তে চান না তিনি। চান যদি কোনওভাবে এই পেশাটুকু টিকে থাকে। স্বপনের মত আরও অনেক কারিগরের জীবন আজ একই অনিশ্চয়তায় দাঁড়িয়ে। সময়ের স্রোতে হারিয়ে যাচ্ছে এক সময়ের জরুরি এই পেশা।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Medinipur News: রেডিও থেকে রঙিন টিভি, বদলেছেন নিজেকে! কিন্তু স্মার্টফোনের দাপটে দিশেহারা এই কারিগর, জানলে চোখে জল আসবে
Next Article
advertisement
Amartya Sen Hearing Notice: নোটিস দিতে অমর্ত্য সেনের শান্তিনিকেতনের বাড়িতে কমিশনের দল, নোবেলজয়ীকে কেন শুনানিতে ডাক? পাল্টা অভিযোগ
নোটিস দিতে অমর্ত্য সেনের শান্তিনিকেতনের বাড়িতে কমিশনের দল, নোবেলজয়ীকে কেন শুনানিতে ডাক?
  • অমর্ত্য সেনের বাড়িতে নির্বাচন কমিশনের দল৷

  • এসআইআর শুনানিতে হাজিরা দিতে নোটিস৷

  • অমর্ত্য সেনকে শুনানিতে ডাক, গতকালই দাবি করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement