East Medinipur News: ফুলকপি থেকে পালং শাক, অনাথ আশ্রমের খুদেরা শুরু করেছে শীতের সবজি চাষ! পিছনে রয়েছে জীবন গড়ার শিক্ষা
- Reported by:Madan Maity
- hyperlocal
- Published by:Madhab Das
Last Updated:
East Medinipur News: অনাথ আশ্রমের শিশুদের আর শুধু পড়াশোনার মধ্যেই সীমাবদ্ধ রাখা হচ্ছে না। তাদের শেখান হচ্ছে আত্মনির্ভর হয়ে ওঠার বাস্তব পাঠ। সেই লক্ষ্যেই এক অভিনব উদ্যোগ নিয়েছে পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুরের পাঁউশী অন্ত্যোদয় অনাথ আশ্রম।
ভগবানপুর, মদন মাইতি: অনাথ আশ্রমের শিশুদের আর শুধু পড়াশোনার মধ্যেই সীমাবদ্ধ রাখা হচ্ছে না। তাদের শেখান হচ্ছে আত্মনির্ভর হয়ে ওঠার বাস্তব পাঠ। সেই লক্ষ্যেই এক অভিনব উদ্যোগ নিয়েছে পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুরের পাঁউশী অন্ত্যোদয় অনাথ আশ্রম। আশ্রমের শিশুদের নিয়ে গঠন করা হয়েছে একটি ছোট্ট মন্ত্রিসভা। সেই মন্ত্রিসভার কৃষি মন্ত্রকের উদ্যোগেই আশ্রম প্রাঙ্গণে শুরু হয়েছে সবজি চাষ। এই উদ্যোগের মাধ্যমে শিশুদের মধ্যে দায়িত্ববোধ, দলগত কাজ এবং আত্মনির্ভরতার মানসিকতা গড়ে তোলাই মূল উদ্দেশ্য।
আশ্রমের খুদে আবাসিকরাই এই সবজি চাষের মূল কারিগর। বীজ রোপণ থেকে শুরু করে নিয়মিত জল দেওয়া, আগাছা পরিষ্কার এবং পরিচর্যার সব কাজ তারা নিজেরাই করছে। প্রতিটি সবজি বাগানের দায়িত্ব দেওয়া হয়েছে নির্দিষ্ট কয়েকজন আবাসিককে। কোন বাগান কার তত্ত্বাবধানে রয়েছে, তা বোঝানোর জন্য প্রতিটি বাগানের সামনে লাগান হয়েছে বোর্ড। সেই বোর্ডে স্পষ্টভাবে লেখা রয়েছে দায়িত্বপ্রাপ্ত আবাসিকদের নাম। এর ফলে শিশুদের মধ্যে মালিকানাবোধ তৈরি হচ্ছে এবং তারা আরও যত্ন নিয়ে কাজ করছে।
advertisement
আরও পড়ুন: সোনাঝুরি হাটের আদলে অভিনব হাট হাওড়ায়! শীতের মরশুমে চলছে দারুণ বিকিকিনি, চলবে আর মাত্র কয়েকদিন
advertisement
পূর্ব মেদিনীপুরের ওই আশ্রমের সম্পাদক বলরাম করণ বলেন, “এই উদ্যোগের মাধ্যমে শিশুদের আত্মনির্ভরতার পাঠ শেখান হচ্ছে। আশ্রমে শিশুরা নিয়মিত পড়াশোনা করে। পাশাপাশি তারা ভোকেশনাল ট্রেনিং, নাচ-গান ও অন্যান্য সাংস্কৃতিক শিক্ষাও গ্রহণ করে। এবার সেই শিক্ষার সঙ্গে যুক্ত হয়েছে কৃষিকাজ। একটি ছোট্ট বীজ থেকে কী ভাবে ধীরে ধীরে ফসল তৈরি হয়, তা হাতে-কলমে শেখান হচ্ছে। শিশুদের উৎসাহ বাড়ানোর জন্যই বাগানের সামনে দায়িত্বপ্রাপ্তদের নাম লেখা হয়েছে। এমনকি শিশুদের নিয়ে একটি মন্ত্রিসভাও গঠন করা হয়েছে। সেই মন্ত্রিসভার কৃষি মন্ত্রকের উদ্যোগেই এই সবজি চাষ শুরু হয়েছে।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
আশ্রম ক্যাম্পাসে তৈরি করা হয়েছে ছোট ছোট সবজির বাগান। সেখানে চাষ করা হয়েছে আলু, ফুলকপি, বাঁধাকপি, পালং শাক, ধনেপাতা-সহ নানা ধরনের শীতকালীন সবজি। এই সব সবজি আশ্রমের রান্নার কাজেই ব্যবহার করা হচ্ছে। ফলে একদিকে যেমন শিশুদের পুষ্টিকর খাবারের জোগান নিশ্চিত হচ্ছে, অন্যদিকে তারা বুঝতে পারছে নিজের পরিশ্রমের মূল্য। নিজের হাতে ফলান সবজি যখন রান্নাঘরে পৌঁছচ্ছে, তখন শিশুদের চোখে-মুখে আলাদা আনন্দ দেখা যাচ্ছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Purba Medinipur,West Bengal
First Published :
Dec 26, 2025 2:56 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Medinipur News: ফুলকপি থেকে পালং শাক, অনাথ আশ্রমের খুদেরা শুরু করেছে শীতের সবজি চাষ! পিছনে রয়েছে জীবন গড়ার শিক্ষা








