East Medinipur News: দিঘা যাওয়ার আগেই বিরাট চমক! এবার যা হচ্ছে রামনগরে, উপচে পড়বে দূর-দূরান্তের মানুষের ঢল
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:Madan Maity
Last Updated:
East Medinipur News: দক্ষিণ ভারতের মন্দির এবার দিঘার পথে! দিঘায় আসা পর্যটকদের জন্য রামনগর আনন্দমঠের বিশেষ উদ্যোগ। কারণ, এখানে মিলবে উৎসবের আনন্দ আর দক্ষিণ ভারতের অনুভূতি।
পূর্ব মেদিনীপুর, মদন মাইতি: এবার পুজোয় যারা দক্ষিণ ভারত ভ্রমণের পরিকল্পনা করেছিলেন, তাঁদের জন্য রয়েছে দারুণ সুখবর। দূর দক্ষিণে না গিয়েই এবার মিলবে দক্ষিণ ভারতের স্বাদ, তাও আবার দিঘা যাওয়ার পথেই। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর আনন্দমঠের দুর্গাপুজো এবারে পা দিল ১৬-তম বর্ষে, আর সেই উপলক্ষে তাদের মন্ডপ সাজানো হচ্ছে একেবারে দক্ষিণ ভারতীয় মন্দিরের আদলে। যার প্রস্তুতি শুরু হয়েছে খুঁটি পুজোর মধ্য দিয়ে। ভাস্কর্যের নিখুঁত ছোঁয়া আর আলোকসজ্জায় তৈরি হবে এক অনন্য পরিবেশ, যেখানে প্রবেশ করলেই দর্শনার্থীরা নিজেদের দক্ষিণ ভারতের বিখ্যাত দেবালয়ে বলে মনে করবেন। স্থানীয়রা যেমন রোমাঞ্চিত, তেমনই পর্যটকরাও দিঘা ভ্রমণের পথে এই থিমের পুজো ঘুরে দেখে মুখরিত হবেন।
এ বছর ১৬-তম বর্ষে পদার্পণ করল রামনগর আনন্দমঠের দুর্গোৎসব। বছর বছর নানা নতুনত্বের মধ্য দিয়ে দর্শনার্থীদের নজর কেড়েছে এই পুজো। এবারও তার ব্যতিক্রম নয়। উদ্যোক্তারা জানিয়েছেন, এবারের থিম একেবারে দক্ষিণ ভারতের ঐতিহ্যবাহী মন্দির স্থাপত্যকে কেন্দ্র করে। আর মন্দিরের শৈলীতেই গড়ে উঠবে প্রতিমার মণ্ডপ।
advertisement
advertisement
শুধু বাহ্যিক রূপেই নয়, মণ্ডপের ভিতরেও মিলবে দক্ষিণ ভারতীয় ছোঁয়া। ভাস্কর্য, চিত্রকলা এবং আলোকসজ্জার মাধ্যমে তুলে ধরা হবে দক্ষিণের দেবালয়ের আবহ। দর্শনার্থীরা যেন কিছুক্ষণের জন্য ভেসে যাবেন মাইলের পর মাইল দূরের এক ভিন্ন সংস্কৃতির আবেশে।
advertisement
পুজো শুরু হবে মহালয়ার দিন থেকেই। অর্থাৎ দেবীপক্ষের সূচনার সঙ্গে সঙ্গেই দর্শনার্থীদের জন্য খুলে যাবে এই অনন্য থিমের দ্বার। পুজোর দিনগুলোতে রামনগর আনন্দমঠে ভিড় জমবে আশেপাশের গ্রাম থেকে শুরু করে দূরদূরান্তের দর্শনার্থীদের। অনেকে বলছেন, দিঘা যাওয়ার পথে এই পুজোতে ঢুঁ মেরে নেওয়া হবে এ বছর ভ্রমণের বাড়তি আনন্দ।
পূর্ব মেদিনীপুরের রামনগর আনন্দমঠের এই থিম পুজো প্রমাণ করছে, শিল্প-সৃজনশীলতায় বাংলার দুর্গাপুজোর জুড়ি মেলা ভার। দক্ষিণ ভারতের মন্দিরের মহিমা ও সৌন্দর্য এবার চোখের সামনে উপভোগ করতে পারবেন দিঘা-পথের যাত্রী থেকে শুরু করে স্থানীয় মানুষজনও। তাই এবারের দুর্গাপুজোয় যদি পরিকল্পনা থাকে দিঘা ভ্রমণের, তবে অবশ্যই তালিকায় রাখুন রামনগর আনন্দমঠ। কারণ, এখানে মিলবে উৎসবের আনন্দ আর দক্ষিণ ভারতের অনুভূতি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 18, 2025 6:15 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Medinipur News: দিঘা যাওয়ার আগেই বিরাট চমক! এবার যা হচ্ছে রামনগরে, উপচে পড়বে দূর-দূরান্তের মানুষের ঢল