East Medinipur News: মদ খেয়ে গ্রামবাসীদের মারধরের অভিযোগ! বিজেপির পঞ্চায়েত সদস্য সহ ৭ জন গ্রেফতার

Last Updated:

East Medinipur News: জানা গিয়েছে, শুক্রবার বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের বিজেপির পঞ্চায়েত সদস্য কনিষ্ক মাল সহ মোট ৭ জন বগুড়ান জলপাইতে পিকনিক করতে যান। সেখানে মদ খেয়ে উন্মত্ত হয়ে পড়েন তাঁরা।

কাঁথি দেওয়ানি ও ফৌজদারী আদালত
কাঁথি দেওয়ানি ও ফৌজদারী আদালত
পূর্ব মেদিনীপুর, পঙ্কজ দাশ রথীঃ মদ্যপান করে গ্রামবাসীদের বেধড়ক মারধর করার অভিযোগ। বিজেপির পঞ্চায়েত সদস্য সহ ৭ জনকে গ্রেফতার করল পুলিশ। পূর্ব মেদিনীপুরে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে।
জানা গিয়েছে, শুক্রবার এগরা ২ ব্লকের বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের বিজেপির পঞ্চায়েত সদস্য কনিষ্ক মাল সহ মোট ৭ জন জুনপুট কোস্টাল থানা এলাকার বগুড়ান জলপাইতে পিকনিক করতে যান। সেখানে রাত পর্যন্ত পিকনিক চলে। মদ খেয়ে উন্মত্ত হয়ে পড়েন তাঁরা।
আরও পড়ুনঃ কমবে চাষের খরচ, বৃদ্ধি পাবে চিনাবাদাম উৎপাদন! কৃষকদের দেওয়া হল বিশেষ প্রশিক্ষণ, হু হু করে বাড়বে লাভ
অন্যদিকে কিছুটা দূরে গ্রামবাসীদের চাষের জমিতে ষাঁড় ঢুকে পড়ায় ক্ষেতের ফসল রক্ষা করতে ষাঁড় তাড়াতে বেরিয়ে আসেন গ্রামবাসীরা। অভিযোগ, এমন সময় তাঁদের লক্ষ্য করে কটুক্তি করতে থাকেন বিজেপির পঞ্চায়েত সদস্য সহ ৭ জন। এতে গ্রামবাসীরা প্রতিবাদ করলে অভিযুক্তরা তাঁদের দিকে তেড়ে আসেন বলে অভিযোগ।
advertisement
advertisement
এখানেই শেষ নয়! গ্রামবাসীদের বেধড়ক মারধরও করা হয়। এই ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত জুনপুট কোস্টাল থানার পুলিশ। অভিযুক্ত পঞ্চায়েত সদস্য সহ ৭ জনকে গ্রেফতার করা হয়। আজ তাঁদের কাঁথি মহকুমা আদালতে তোলা হবে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Medinipur News: মদ খেয়ে গ্রামবাসীদের মারধরের অভিযোগ! বিজেপির পঞ্চায়েত সদস্য সহ ৭ জন গ্রেফতার
Next Article
advertisement
Success Story: বাবা-মা সরকারি অফিসার, মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থান দখল করেছেন, এবার ২ কোটি টাকার পুরস্কারও পেয়েছেন
বাবা-মা সরকারি অফিসার, মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থানে, এবার ২ কোটি টাকার পুরস্কারও পেলেন
  • বাবা-মা সরকারি অফিসার

  • মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থান দখল করেছেন

  • এবার ২ কোটি টাকার পুরস্কারও পেয়েছেন

VIEW MORE
advertisement
advertisement