Potato Farming: জল থেকে ছেঁকে তুলতে হচ্ছে আলু... হায় হায়! শিলাবৃষ্টির পর মাথায় হাত কৃষকদের
- Reported by:Saradindu Ghosh
- Published by:Rachana Majumder
Last Updated:
জামালপুরে দামোদর তীরবর্তী এলাকায় ব্যাপক আলু চাষ হয়। এবার ফলন ভাল হবে বলেই আশা করেছিলেন কৃষকরা। কিন্তু বৃহস্পতিবারের মুষলধারে বৃষ্টিতে মাথায় হাত তাঁদের।
বর্ধমান: বৃষ্টিতে জল থই থই আলু জমি। তার উপর শিলাবৃষ্টি। মাটি থেকে বেরিয়ে পড়েছে আলু। জল থেকে ছেঁকে তুলতে হচ্ছে সেই ফসল। চরম লোকসানের আশঙ্কায় পূর্ব বর্ধমানের জামালপুরের আলু চাষিরা। চড়া দামে বীজ কিনে মহাজনের কাছ থেকে ঋণ নিয়ে আলু চাষ করেছিলেন তাঁরা। আশা ছিল,লাভের টাকায় ঋণ শোধ হবে। কিন্তু এখন ফসল তোলার ঠিক আগে অসময়ের বৃষ্টি সব আশায় জল ঢেলে দিল বলে মনে করছেন কৃষকরা। জেলা প্রশাসন জানিয়েছে ক্ষয়ক্ষতির হিসেব করা হচ্ছে। এ ব্যাপারে ব্লক প্রশাসনের কাছ থেকে রিপোর্ট চাওয়া হয়েছে।
জামালপুরে দামোদর তীরবর্তী এলাকায় ব্যাপক আলু চাষ হয়। এবার ফলন ভাল হবে বলেই আশা করেছিলেন কৃষকরা। কিন্তু বৃহস্পতিবারের মুষলধারে বৃষ্টিতে মাথায় হাত তাঁদের। কৃষকদের আশংকা, জমির জল বের করা যাচ্ছে না। এর ফলে জমিতে পচন দেখা দেবে। শিলাবৃষ্টির দরুনও আলুর ক্ষতি হয়েছে। সব মিলিয়ে সিকিভাগ ফলনও পাওয়া যাবে না বলে মনে করছেন তাঁরা।
advertisement
স্থানীয় চাষী বিমল হাজরা বলেন, ‘জমির উপর এখনও জল দাঁড়িয়ে রয়েছে। সেই জল বের করা গেলে হয়তো আলু গাছ বাঁচানো সম্ভব হত। কিন্তু সেই জল বের করার পথ পাওয়া যাচ্ছে না। কারণ, পাশেও তো আলু জমি রয়েছে।তাই জল জমিতেই থেকে যাচ্ছে। বৃষ্টির পর আলু দেখা যাচ্ছে। সেই আলু রোদ পেলে সবুজ হয়ে যাবে। তখন আর তার কোন দাম পাওয়া যাবে না। তাছাড়া জল জমে থাকার কারণে গাছের কান্ড ও গোড়া পচা রোগ দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। সব মিলিয়ে ফলন মিলবে না বললেই চলে।’
advertisement
advertisement
এলাকার কৃষকরা জানান, বৃষ্টির একটা পূর্বাভাস ছিল। কিন্তু এত বৃষ্টি হবে তা আগাম অনুমান করা যায়নি। সকালে কালো মেঘে আকাশ ঢেকে যায়। এক রকম সন্ধের আঁধার নেমে আসে। শুরু হয় ঝোড়ো হওয়ার সঙ্গে মুষলধারে বৃষ্টি। তার সঙ্গে শিলাবৃষ্টিও হয়েছে। শিলাবৃষ্টির আঘাত খাওয়া আলুতে ক্ষত সৃষ্টি হয়েছে। দুই একদিনের মধ্যেই সেই আলু পচে যাবে। তা থেকে অন্য আলুর পচন দেখা দিতে পারে। ধসা রোগের হাত থেকে আলু বাঁচাতে জমিতে বেশ কয়েকবার কীটনাশক প্রয়োগ করা হয়েছিল। তাতে চাষের খরচ আরো বেড়েছিল। এখন এই অকাল বৃষ্টির কারণে কতটুকু আলু পাওয়া যাবে তা নিয়ে যথেষ্ট সন্দেহ দেখা দিয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Feb 22, 2025 9:19 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Potato Farming: জল থেকে ছেঁকে তুলতে হচ্ছে আলু... হায় হায়! শিলাবৃষ্টির পর মাথায় হাত কৃষকদের









