East Bardhaman: অপেক্ষার অবসান...! তেষ্টার দিন শেষ, সজল গ্রাম পঞ্চায়েতের তকমা পেল কে?
- Published by:Rachana Majumder
- Reported by:Saradindu Ghosh
Last Updated:
জেলার মধ্যে জামালপুর ব্লকে প্রথম এই আবুইঝাটি ২ পঞ্চায়েত সজল পঞ্চায়েত ঘোষণা করে তিনি খুশি। জলের অপচয় যেন কেউ না করেন, সে জন্য এলাকার বাসিন্দাদের সচেতন করেন তিনি।
পূর্ব বর্ধমান: জেলার প্রথম পঞ্চায়েত হিসাবে জামালপুর ব্লকের আবুইঝাটি ২ পঞ্চায়েতকে জল জীবন মিশন প্রকল্পে সজল গ্রাম পঞ্চায়েত হিসাবে ঘোষণা করলেন জেলাশাসক আইএএস আয়েশা রানি এ। জেলা জনস্বাস্থ্য দফতরের উদ্যোগে ও আবুইঝাটি ২ পঞ্চায়েতের সাহায্যে কুলিনগ্রামে একটি অনুষ্ঠানের মাধ্যমে এই ঘোষণা করা হযল। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক শিক্ষা প্রতীক সিং, বিধায়ক অলোক কুমার মাঝি,সদর দক্ষিণ মহকুমা শাসক বুদ্ধদেব পান,সুপারেন্ডিটিং ইঞ্জিনিয়ার সুকুমার দাস, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বর্ধমান ডিভিশন গোপেন পাল, বিডিও পার্থসারথি দে,জামালপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক কৃপাসিন্ধু ঘোষ সহ অন্যরা।
স্কুলের শিশুদের নিয়ে একটি র্যালি করা হয়। তাতে যাতে পা মেলান জেলা শাসক-সহ অন্যরা। স্মারক উদ্বোধন করেন জেলা শাসক আয়েশা রানি এ। মঞ্চে প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। বিধায়ক অলোক কুমার মাঝি তাঁর বক্তব্যে বলেন, ‘পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছিলেন রাজ্যের প্রতিটা বাড়িতে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেবেন। সেই লক্ষ্যে অবিচল পশ্চিমবঙ্গ সরকার। আর তারই ফলশ্রুতিতে আজ আবুইঝাটি ২ পঞ্চায়েত সজল পঞ্চায়েত হলো। আমার ভাল লাগছে যে জেলার প্রথম পঞ্চায়েত যাকে সজল পঞ্চায়েত ঘোষণা করা হল, সেটা আমার বিধানসভা এলাকায়।’ সকলকে তিনি জলের সঠিক ব্যবহার করতে বলেন।
advertisement
advertisement
জেলাশাসক বলেন, ‘পূর্ব বর্ধমান জেলার প্রথম পঞ্চায়েত হিসাবে আবুইঝাটি ২ পঞ্চায়েতকে সজল পঞ্চায়েত ঘোষণা করা হল।’ এর জন্য তিনি ব্লকের বিডিও পার্থসারথি দে-সহ পঞ্চায়েত প্রধান, উপ প্রধান সহ তাঁদের পুরো টিম ও পিএইচই দফতরকে ধন্যবাদ জানান। জেলার মধ্যে জামালপুর ব্লকে প্রথম এই আবুইঝাটি ২ পঞ্চায়েত সজল পঞ্চায়েত ঘোষণা করে তিনি খুশি। জলের অপচয় যেন কেউ না করেন, সে জন্য এলাকার বাসিন্দাদের সচেতন করেন তিনি।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
December 23, 2024 8:56 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Bardhaman: অপেক্ষার অবসান...! তেষ্টার দিন শেষ, সজল গ্রাম পঞ্চায়েতের তকমা পেল কে?