Bangla News: দম বন্ধ হয়ে আসছিল বাংলার তাঁতিদের! এক ঝটকায় ভাগ্য খুলে দিল আসাম, হাঁফ ছেড়ে বাঁচলেন শিল্পীরা

Last Updated:

East Bardhaman News: শাড়ির বাজারে ধস, কম মজুরি, কাঁচামালের দাম বৃদ্ধি—এই সবকিছুর মধ্যেই বাংলার তাঁতশিল্পীদের হাঁফ ছেড়ে বাঁচাল আসাম।

+
গামছা

গামছা তৈরিতে ব্যস্ত তাঁত শিল্পীরা

পূর্ব বর্ধমান: তাঁতশিল্পীদের জীবনযুদ্ধে নতুন আশা হয়ে উঠেছে আসামের গামছা। শাড়ির বাজারে ধস, কম মজুরি, কাঁচামালের দাম বৃদ্ধি—এই সবকিছুর মধ্যেই দমবন্ধ পরিস্থিতিতে দিন কাটছিল পূর্ব বর্ধমানের কালনা মহকুমার তাঁতশিল্পীদের। কিন্তু হাল ছেড়ে দেননি তাঁরা। বরং নতুনভাবে ঘুরে দাঁড়ানোর জন্য বেছে নিয়েছেন ভিন্ন পথ, এখন বুনছেন আসামের গামছা এবং উত্তরীয়। পূর্ব বর্ধমানের নসরতপুর সহ আশপাশের বেশ কিছু তাঁতশিল্পী এখন নিয়মিত এই বিশেষ ধরনের গামছা বুনছেন এবং সেগুলি পাঠাচ্ছেন আসামে।
গামছা বোনার খরচ তুলনামূলকভাবে কম হলেও মজুরি যথেষ্ট ভাল—যার ফলে তাঁতিরা যেমন লাভবান হচ্ছেন, তেমনই খুশি মহাজন ও ব্যবসায়ীরাও। পূর্ব বর্ধমানের তাঁতশিল্পী সুনিল বসাক বলেন, “এটাকে আসামের গামছা বলা হয়। এখন আমরা এই গামছার উপরেই নির্ভরশীল হয়ে আছি। ১ বছর ধরে এই কাজই করছি। আগে বুনতাম শাড়ি। ১০ থেকে ১২ ঘণ্টা ডিউটি করলে ১০ থেকে ১২ টা গামছা বুনতে পারব, তার বেশি পারব না। এখানকার কিছু মহাজন আসামে যোগাযোগ করে অর্ডার নিয়ে তারপর আমাদের কাজ দেয়। আমাদের সুতো থেকে শুরু করে সব দিয়ে দেওয়া হয় এবং প্রতিটা গামছার জন্য ৩৫ টাকা মজুরি দেওয়া হয়।”
advertisement
advertisement
এই নতুন চাহিদার জেরে তাঁতিদের মধ্যে আবারও উৎসাহ ফিরেছে। কাজের চাপও আগের তুলনায় অনেকটা বেড়েছে। তাঁতশিল্প এখনও অনেক সমস্যার মুখোমুখি। ধাত্রীগ্রাম ও শ্রীরামপুরে তৈরি সরকারি তাঁত হাট, প্রশিক্ষণ শিবির, সরকারি অনুদান—সবই রয়েছে। তবুও শাড়ির বাজারে ধাক্কা খেয়ে এই শিল্প অনেকটাই পিছিয়ে পড়েছিল। কিন্তু গামছার বাজার সেই শূন্যতা অনেকটাই পূরণ করছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই গামছাই যেন এখন নতুন আশার আলো হয়ে উঠেছে হাজার হাজার তাঁতশিল্পীর জীবনে। এককথায়, শাড়ির বদলে গামছাই হয়ে উঠেছে পূর্ব বর্ধমানের তাঁতশিল্পীদের নতুন রুটি-রুজির অবলম্বন। কঠিন সময়েও তাঁতিরা প্রমাণ করে দিয়েছেন, যদি ইচ্ছে থাকে, তবে বুনন শুধু কাপড়ের নয়—বুনে ফেলা যায় নতুন ভবিষ্যৎও।
advertisement
বনোয়ারীলাল চৌধুরী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: দম বন্ধ হয়ে আসছিল বাংলার তাঁতিদের! এক ঝটকায় ভাগ্য খুলে দিল আসাম, হাঁফ ছেড়ে বাঁচলেন শিল্পীরা
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement