East Bardhaman News: মেলাতে ডাক আসার পথ চেয়ে! ভাল বিক্রি হবে তো? অপেক্ষায় ডোকরা শিল্পীরা! 

Last Updated:

East Bardhaman News: মেলাতে ডোকরার জিনিস বিক্রি করে কিছুটা আয় করতে পারবেন বলে আশাবাদী শিল্পীরা।

ডোকরা গ্রাম 
ডোকরা গ্রাম 
পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমান জেলায় রয়েছে দারিয়াপুর গ্রাম। জেলার জঙ্গলমহল আউশগ্রামের এই গ্রামটি বিখ্যাত ডোকরা শিল্পের জন্য। আউশগ্রাম ১ নম্বর ব্লকের অন্তর্গত এই গ্রামে রয়েছে বহু প্রাচীন ডোকরা শিল্প। সেই সঙ্গে রয়েছেন ডোকরা শিল্পীরা। যারা কয়েক প্রজন্ম ধরে বয়ে নিয়ে আসছেন এই শিল্পটিকে। গ্রামের শিল্পীদের হাতের নিদারুণ কাজ দেখতে, প্রত্যন্ত এই গ্রামে ছুটে এসেছেন দূরদূরান্তের বহু মানুষ। এই গ্রামের শিল্পীদের কাজ পৌঁছে গিয়েছে দেশ ছাড়িয়ে বিদেশের মাটিতেও। কাজের স্বীকৃতি স্বরূপ গ্রামে এসেছে একাধিক পুরস্কার। বছর কয়েক আগে পর্যটকদের জন্য কিছুটা নতুন ভাবে সাজানো হয় গ্রামটিকে।
শিল্পীদের কথায় বেশ কয়েক বছর আগেও চরম ব্যস্ততায় দিন কাটত তাদের। অর্ডার সামাল দিতে রীতিমত হিমশিম খেতে হত শিল্পীদের। সবথেকে বেশি চাহিদা থাকতডোকরার গয়নার। দূর দূরান্ত থেকে বিভিন্ন গয়না তৈরির জন্য অর্ডার আসতশিল্পীদের কাছে। এক একজন শিল্পী বেশ ভাল টাকার অর্ডার পেতেন। তবে এখন ছবিটা অনেকটা পাল্টে গিয়েছে। কিন্তু কি কারণে এহেন পরিবর্তন ?
advertisement
এই প্রসঙ্গে শিল্পী তথা সেক্রেটারি শুভ কর্মকার জানিয়েছে, \”লকডাউনের পর থেকেই ডোকরার জিনিসের চাহিদা সহ ডোকরার গয়নার চাহিদা একদম কমে গিয়েছে। এখন অক্সিডাইজ মেটালের বিভিন্ন গয়নাও পাওয়া যাচ্ছে বাজারে। অক্সিডাইজ মেটাল এর তৈরি জিনিসের দাম অনেক কম এবং ডোকরার আদলে সেই জিনিস তৈরি হচ্ছে। সে কারণেও আমাদের ডোকরার তৈরি জিনিসের চাহিদা কমতে পারে।”
advertisement
advertisement
ডোকরার জিনিসে পালিশের প্রশিক্ষণ নেওয়ার বিষয়ে প্রশাসনকে একাধিকবার জানানো হলেও, আজও কোনও সুরাহা পাননি শিল্পীরা। সবমিলিয়ে পূর্ব বর্ধমানের শিল্প মানচিত্রে উজ্জ্বল এই গ্রামের শিল্পীদের এখন মন ভার। চেনা সেই ব্যস্ততা না থাকায়, নিজেদের প্রাচীন এই শিল্পের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তার রেখা তাদের কপালে। লকডাউনের প্রভাব যেন এখনও রয়েছে পূর্ব বর্ধমানের এই গ্রামে। তবে এই শীতের মরশুমে শুরু হবে একাধিক মেলা। সেই মেলাতে ডাক আসবে শিল্পীদের। এবং মেলাতে ডোকরার জিনিস বিক্রি করে কিছুটা আয় করতে পারবেন বলে আশাবাদী শিল্পীরা। মেলাতে ডাক আসার অপেক্ষায় একাধিক শিল্পী।
advertisement
বনোয়ারীলাল চৌধুরী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Bardhaman News: মেলাতে ডাক আসার পথ চেয়ে! ভাল বিক্রি হবে তো? অপেক্ষায় ডোকরা শিল্পীরা! 
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement