Bardhaman News: আজ শুরু উচ্চ মাধ্যমিক, পূর্ব বর্ধমানের ছয় কেন্দ্রে বসছে মেটাল ডিটেক্টর
- Written by:Saradindu Ghosh
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
জেলার ৪২টি মুল কেন্দ্র ও ৬৩টি উপ কেন্দ্র সব মিলিয়ে ১০৫টি সেন্টার থেকে এই বছরের পরীক্ষা হবে। জেলার মধ্যে ৬টি পরীক্ষাকেন্দ্রকে অতিস্পর্শকাতর পরীক্ষা কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে।
শরদিন্দু ঘোষ, পূর্ব বর্ধমান: মঙ্গলবার শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। রাজ্যের অন্যান্য জেলাগুলির পাশাপাশি পূর্ব বর্ধমানেও নির্বিঘ্নে উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া নিশ্চিত করতে সব রকম পদক্ষেপ নিচ্ছে প্রশাসন।
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের জেলার যুগ্ম আহ্বায়ক তপন দাস বলেন, ‘‘জেলার ৪২টি মুল কেন্দ্র ও ৬৩টি উপ কেন্দ্র সব মিলিয়ে ১০৫টি সেন্টার থেকে এই বছরের পরীক্ষা হবে। জেলার মধ্যে ৬টি পরীক্ষাকেন্দ্রকে অতিস্পর্শকাতর পরীক্ষা কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই ছয়টি সেন্টারে মেটাল ডিটেক্টার বসানো হবে। এ ছাড়াও মাধ্যমিক পরীক্ষায় যেভাবে সি সি ক্যামেরার নজরদারি ছিল, একইভাবে সেই নজরদারি থাকবে।’’
advertisement
advertisement
মাধ্যমিকে পরীক্ষার্থীর সংখ্যা কমলেও উচ্চ মাধ্যমিকে পরীক্ষার্থীর সংখ্যা কিছুটা হলেও বেড়েছে গত বছরের তুলনায়। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে জানা গিয়েছে, ২০২২ সালে ৩৯ হাজার ৭১০ জন পরীক্ষায় বসেছিলেন। এবারে সেই সংখ্যাটা বেড়ে হয়েছে ৪০ হাজার ১৪৭ জন। গত বছর ছাত্রদের সংখ্যা ১৬ হাজার ৪৮২ জন, এবারে সেই সংখ্যা ১৬ হাজার ৬৩৬ জন। ছাত্রী সংখ্যা ২০২২ সালে ছিল ২৩ হাজার ২২৮ জন। এবারে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ হাজার ৫১১ জন। তবে গত বছরের মতো এবারে ছাত্রীদের সংখ্যা অনেকটাই বেশি।
advertisement
জেলার পুলিশ সুপার কামনাশিস সেন বলেন, ‘‘পুলিশের পক্ষ থেকে একইভাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়েও কোনওভাবে যাতে যানজট পরিস্থিতি তৈরি না হয়, তার জন্য সমস্ত থানাকে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে কোথাও কোনও পরীক্ষার্থী যদি বাস বা অন্য কোনও যানবাহনের সমস্যার জন্য পরীক্ষা কেন্দ্রের পৌঁছাতে সমস্যায় পড়েন সেক্ষেত্রেও পুলিশ সহযোগিতা করবে।’’
advertisement
ইতিমধ্যেই জেলা প্রশাসনের পক্ষ থেকে বিদ্যুৎ, পরিবহণ দফতর-সহ পরীক্ষা সংক্রান্ত সমস্ত বিভাগগুলিতে তৈরি থাকার নির্দেশও দেওয়া হয়েছে। এ ছাড়াও পরীক্ষার্থীদের ওপর যেসব সামগ্রী পরিবহণে নিষেধাজ্ঞা রয়েছে সেগুলি যাতে যথাযথ ভাবে পালিত হয় তা নিশ্চিত করতে স্কুল কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
Mar 14, 2023 7:19 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bardhaman News: আজ শুরু উচ্চ মাধ্যমিক, পূর্ব বর্ধমানের ছয় কেন্দ্রে বসছে মেটাল ডিটেক্টর










