Durgapur News: তুর্কির দুম্বা করছে দুর্গাপুরে! লাখ টাকার ব্যবসায় হাত পাকিয়েছেন যুবক
- Published by:Suman Biswas
- hyperlocal
- Reported by:NAYAN GHOSH
Last Updated:
Durgapur News: দুর্গাপুরের নহিম নগরের এক যুবক মহম্মদ তাসলিম দুম্বার খামার গড়ে তুলেছেন ইচ্ছাপুর এলাকায়।
দুর্গাপুর: মরুর দেশের দুম্বা এবার পালিত হচ্ছে শিল্পাঞ্চলে। তুর্কির দুম্বা ঘুরছে পশ্চিম বর্ধমান জেলায়। পশ্চিম বর্ধমানের দুর্গাপুর – ফরিদপুর ব্লকে পালন করা হচ্ছে দুম্বা। ভেড়ার সাদৃশ্য চর্বিযুক্ত মোটা লেজওয়ালা প্রাণী দুম্বা দেখতে আসছেন শিল্পাঞ্চলের বাসিন্দারাও। দুর্গাপুরের নহিম নগরের এক যুবক মহম্মদ তাসলিম দুম্বার খামার গড়ে তুলেছেন ইচ্ছাপুর এলাকায়।
ইতিমধ্যেই প্রতিপালক তাসলিম বাবু দুম্বা প্রতিপালন করে বানিজ্যিক ভাবে সাফল্য লাভ করেছেন। তার দাবি, মরুভূমির দেশের দুম্বা পালনের জন্য ইতিমধ্যেই বাংলার আবহাওয়া অনুকূল হয়ে উঠেছে। তাই মরুভূমির দেশের মতোই শিল্পাঞ্চলের মাটিতেও তরতর করে বেড়ে উঠছে তুর্কির দুম্বা। যদিও পালনকারী এই দুম্বাগুলি নিয়ে এসেছেন হরিয়ানা থেকে। ২০১৯ সাল থেকে শুরু করেছেন পালন।
advertisement
advertisement
তিনি আরও জানিয়েছেন, দুম্বার চাহিদা রাজ্য সহ বাংলাদেশে বৃদ্ধি পেয়েছে। যে কারণে মুনাফাও ভাল হচ্ছে। তাসলিম বাবু নিজের পালন করা দুম্বাগুলি সময়ে সময়ে কলকাতায় বিক্রি করে দেন। সেখান থেকে এই দুম্বা চলে যায় পড়শী বাংলাদেশেও। ঠিকঠাক বড় হওয়া একটি দুম্বা বিক্রি করে দেড় থেকে দুই লাখ টাকা পর্যন্ত পান পালনকর্তা। যার ফলে ঠিকঠাকভাবে পালন করতে পারলে প্রতিটি দুম্বা পিছু ভালই লাভ করতে পারেন তিনি।
advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তাসলিম বাবু ২০১৯ সালে ইচ্ছাপুর এলাকায় একটি ছাগলের খামার তৈরি করেন। সেখানে রাজস্থান, মহারাষ্ট্র, পাঞ্জাব সহ হরিয়ানার নানান প্রজাতির ছাগল ও ভেড়া তিনি প্রতিপালন শুরু করেন। তার মধ্যে দিয়ে আসতে আসতে তিনি শুরু করেন দুম্বা প্রতিপালন আর সেখান থেকে বাণিজ্যিকভাবে লাভের মুখ দেখতে শুরু করেন তিনি।
advertisement
তাসলিম বাবু জানিয়েছেন, হরিয়ানা থেকে বেশ কয়েকটি দুম্বা শাবক তিনি নিয়ে প্রথমে তার খামারে আসেন। তখন তিনি জানতেন না মরুর দেশের এই প্রাণীগুলি শিল্পাঞ্চলের আবহাওয়ার সঙ্গে নিজেদের খাপ খাইয়ে নিতে পারবে কিনা। কিন্তু তিনি লক্ষ্য করেন, পশ্চিম বাংলার জলবায়ুতে ধীরে ধীরে খাপ খাইয়ে নিচ্ছে দুম্বাগুলি। কয়েক মাস যাওয়ার পর দুম্বাগুলি বংশ বিস্তারও শুরু করে দেয়।
advertisement
তিনি দেখতে পান, দেড় বছরের মধ্যে এক একটি দুম্বার ওজন এক কুইন্ট্যালের অধিক হয়ে যাচ্ছে। যেগুলি কলকাতার বাজারে বিক্রি করে ভালই লাভ পাচ্ছিলেন। আর তখন থেকে ধীরে ধীরে দুম্বা প্রতিপালনের বিশেষভাবে জোর দেন তাসলিম বাবু। তারপর থেকে তিনি ধীরে ধীরে দুম্বা ব্যবসায় নিজের হাত পাকিয়ে ফেলেছেন।
—– Nayan Ghosh
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 22, 2023 3:50 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durgapur News: তুর্কির দুম্বা করছে দুর্গাপুরে! লাখ টাকার ব্যবসায় হাত পাকিয়েছেন যুবক