West Bardhaman News: আচমকা হলটা কী? বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দিচ্ছে পুরসভা, তুলকালাম কাণ্ড!

Last Updated:

West Bardhaman News: দুর্গাপুর বাজার এলাকার নিকাশি ব্যবস্থা স্বাভাবিক করতে দুর্গাপুর পুরসভা ইতিমধ্যে পদক্ষেপ করতে শুরু করছে।

+
স্টেশন

স্টেশন বাজারে ভাঙা হচ্ছে নর্দমার ওপর নির্মাণ।

পশ্চিম বর্ধমান : বেহাল হয়ে পড়ছিল দুর্গাপুর স্টেশন বাজারের মতো ব্যস্ত এলাকার নিকাশি ব্যবস্থা। ব্যবসায়ীদের অব্যবস্থার কারণেই এমন পরিস্থিতি সৃষ্টি হচ্ছিল বলে অভিযোগ। কারণ নর্দমার ওপরেই তৈরি হচ্ছিল নির্মাণ। কখনও আবার নর্দমার ওপরে তৈরি হচ্ছিল সিঁড়ি। যার ফলে নর্দমা সাফাই ব্যাহত হচ্ছিল। বেহাল হয়ে পড়ছিল বাজার এলাকার নিকাশি ব্যবস্থা।
এই বিষয়ে মাস দেড়েক আগে ব্যবসায়ীদের সতর্ক করেছিল দুর্গাপুর পুরসভা। বলা হয়েছিল নর্দমার ওপর নির্মাণ ভেঙে সেখানে লোহার খাঁচা তৈরি করতে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এই বিষয়ে সদর্থক মনোভাব দেখা যায়নি ব্যবসায়ীদের মধ্যে। অভিযোগ এমনটাই। তার ফলে দুর্গাপুর বাজার এলাকার নিকাশি ব্যবস্থা স্বাভাবিক করতে দুর্গাপুর পুরসভা ইতিমধ্যে পদক্ষেপ করতে শুরু করছে।
advertisement
advertisement
দেখা গিয়েছে স্টেশন বাজারের নর্দমার ওপর যেখানে যেখানে নির্মাণ করা হয়েছিল, সেগুলিকে ভেঙে ফেলা হচ্ছে। দুর্গাপুর স্টেশন বাজারের পুরো এলাকা জুড়েই এই কাজ করা হবে বলে জানিয়েছেন এক পুরসভার আধিকারিক। তিনি বলেছেন, ব্যবসায়ীদের আগেই বলা হয়েছিল ওই জায়গাগুলিতে নর্দমা সাফাইয়ের কারণে নির্মাণ ভেঙে ফেলতে। কিন্তু পুরসভার কথামতো কাজ না হওয়ায়, ভেঙে ফেলা হচ্ছে নর্দমার উপর নির্মাণগুলি।
advertisement
যদিও পুরসভার এই কাজে কোনও ব্যবসায়ী বাঁধা না দিলেও বেশ কিছু ছোট ব্যবসায়ী ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলছেন, পুরো বাজার এলাকার যেখানে যেখানে নর্দমার উপর নির্মাণ করা হয়েছে, সব জায়গাতেই যেন সেগুলিতে ভেঙে ফেলা হয়। সেখানে যেন পক্ষপাতিত্ব করা না হয়। এমনটাই তারা দাবি করেছেন পুরসভার আধিকারিকের কাছে। অন্যদিকে দুর্গাপুর পুরসভা বাজার এলাকার নিকাশি ব্যবস্থা স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে ব্যাপক তৎপর হয়েছে।
advertisement
নয়ন ঘোষ
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bardhaman News: আচমকা হলটা কী? বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দিচ্ছে পুরসভা, তুলকালাম কাণ্ড!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement