খুচরো সমস্যা মেটাতে দুর্গাপুরে অভিনব উদ্যোগ !

Last Updated:

অভিনব উদ্যোগ দুর্গাপুর মিডটাউন ডিস্ট্রিবিউটরস অ্যাসোসিয়েশনের । প্রতিবন্ধি ও বয়স্ক নাগরিকদের খুচরো সমস্যা মেটাতে

#দুর্গাপুর: অভিনব উদ্যোগ দুর্গাপুর মিডটাউন ডিস্ট্রিবিউটরস অ্যাসোসিয়েশনের । প্রতিবন্ধি ও বয়স্ক নাগরিকদের খুচরো সমস্যা মেটাতে এগিয়ে এল দুর্গাপুর মিডটাউন ডিস্ট্রিবিউটরস অ্যাসোসিয়েশনের । প্রতিবন্ধি ও বয়স্ক নাগরিকদের সঙ্গে সঙ্গে বহু সাধারণ গ্রাহক ব্যাঙ্কে বা এটিএম দু’হাজার টাকা নোট পাচ্ছেন কিন্তু খুচরোর অভাবে বাজার-হাট কিছুই করতে পারছে না । তাদের জন্য এই অ্যাসোসিয়েশন দু’হাজার ও পাঁচশো টাকার নোট খুচরো করে দিচ্ছে ।
গতকাল থেকেই শহরের বাজার এলাকায় খুচরো দিয়ে বেড়াচ্ছে এই সংস্থা । আজ সকাল থেকে দুর্গাপুরের কোকওভেন থানা এলাকায় সগড়ভাঙ্গা মার্কেটে খুচরো দিচ্ছে । চারশ জনকে আট লাখ টাকাও বেশি টাকা খুচরো করে দেয তারা ।
ডিস্ট্রিবিউটরসিপ অ্যাসোসিয়েশন এরকম খুচরো টাকা তাদের ডিলারদের কাছে এবং নিজেদের খুচরো টাকা সংগ্রহ করে সাহায্য করছে অসুবিধা পরা সাধারণ মানুষেদের । এই রকম সাড়া পেলে আগামী দিনেও তারা এইভাবে মানুষের সাহায্য সহযোগিতা করবে । খুচরো সমস্যা মেটাতে দুর্গাপুর মিডটাউন ডিস্ট্রিবিউটরস অ্যাসোসিয়েশনের ভূমিকায় খুশি গ্রাহকরা ।
advertisement
advertisement
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
খুচরো সমস্যা মেটাতে দুর্গাপুরে অভিনব উদ্যোগ !
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement