খুচরো সমস্যা মেটাতে দুর্গাপুরে অভিনব উদ্যোগ !
Last Updated:
অভিনব উদ্যোগ দুর্গাপুর মিডটাউন ডিস্ট্রিবিউটরস অ্যাসোসিয়েশনের । প্রতিবন্ধি ও বয়স্ক নাগরিকদের খুচরো সমস্যা মেটাতে
#দুর্গাপুর: অভিনব উদ্যোগ দুর্গাপুর মিডটাউন ডিস্ট্রিবিউটরস অ্যাসোসিয়েশনের । প্রতিবন্ধি ও বয়স্ক নাগরিকদের খুচরো সমস্যা মেটাতে এগিয়ে এল দুর্গাপুর মিডটাউন ডিস্ট্রিবিউটরস অ্যাসোসিয়েশনের । প্রতিবন্ধি ও বয়স্ক নাগরিকদের সঙ্গে সঙ্গে বহু সাধারণ গ্রাহক ব্যাঙ্কে বা এটিএম দু’হাজার টাকা নোট পাচ্ছেন কিন্তু খুচরোর অভাবে বাজার-হাট কিছুই করতে পারছে না । তাদের জন্য এই অ্যাসোসিয়েশন দু’হাজার ও পাঁচশো টাকার নোট খুচরো করে দিচ্ছে ।
গতকাল থেকেই শহরের বাজার এলাকায় খুচরো দিয়ে বেড়াচ্ছে এই সংস্থা । আজ সকাল থেকে দুর্গাপুরের কোকওভেন থানা এলাকায় সগড়ভাঙ্গা মার্কেটে খুচরো দিচ্ছে । চারশ জনকে আট লাখ টাকাও বেশি টাকা খুচরো করে দেয তারা ।
ডিস্ট্রিবিউটরসিপ অ্যাসোসিয়েশন এরকম খুচরো টাকা তাদের ডিলারদের কাছে এবং নিজেদের খুচরো টাকা সংগ্রহ করে সাহায্য করছে অসুবিধা পরা সাধারণ মানুষেদের । এই রকম সাড়া পেলে আগামী দিনেও তারা এইভাবে মানুষের সাহায্য সহযোগিতা করবে । খুচরো সমস্যা মেটাতে দুর্গাপুর মিডটাউন ডিস্ট্রিবিউটরস অ্যাসোসিয়েশনের ভূমিকায় খুশি গ্রাহকরা ।
advertisement
advertisement
।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 04, 2016 6:09 PM IST