Digha Hospital: দিঘা স্টেট জেনারেল হাসপাতালের উন্নতিতে নজরদারি প্রশাসনের
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Saikat Shee
Last Updated:
Digha Hospital: দিঘায় পর্যটকদের সুরক্ষা দিতে একাধিক পদক্ষেপ আগেই গ্রহণ করেছে প্রশাসন। এবার স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের চিকিৎসার সুবিধার্থে দিঘা স্টেট জেনারেল হাসপাতালের উন্নতিতে নজর দিল পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন
পূর্ব মেদিনীপুর: দুর্গাপুজোর আর একমাস বাকি নেই! এখন থেকেই তোড়জোড় শুরু হয়েছে। এবার পুজোর সময় দিঘা স্টেট জেনারেল হাসপাতালের উন্নতিতে নজর দিল প্রশাসন। পূর্ব মেদিনীপুর জেলার দিঘা শুধু জেলাবাসীর কাছে আকর্ষণের জায়গা নয়। রাজ্যের পাশাপাশি ভিন রাজ্য ছাড়িয়ে বিদেশি পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে সমুদ্র সৈকত নগরী দিঘা। দিঘায় পর্যটকের ভিড় বাড়ছে প্রতিদিনই। দিঘা পর্যটকদের সুরক্ষা দিতে একাধিক পদক্ষেপ আগেই গ্রহণ করেছে প্রশাসন। এবার স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের চিকিৎসার সুবিধার্থে দিঘা স্টেট জেনারেল হাসপাতালের উন্নতিতে নজর দিল পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন।
বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত এই দিঘা শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নয় সেই সঙ্গে বিনোদনের পসরা সাজিয়ে এখন আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র। দিঘায় আসা পর্যটক এবং স্থানীয় মানুষজনদের চিকিৎসা পরিষেবার পৌঁছে দিতে দিঘা স্টেট জেনারেল হাসপাতালের পরিকাঠামোগত উন্নয়নে নজর দেওয়া হয়েছে। দিঘা স্টেট জেনারেল হাসপাতালের সুরক্ষা সংক্রান্ত বিষয়ের তদারকিতে হাসপাতাল পরিদর্শনকরেন পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক পূর্ণেন্দু মাজী। হাসপাতালে নবনির্মিত র্যাম্পের উদ্বোধন করেন তিনি। সেই সঙ্গে হাসপাতাল পরিদর্শন করেন, রোগীদের সুবিধা ও অসুবিধার সম্পর্কে খোঁজ খবর নেন।
advertisement
advertisement
জেলাশাসক হাসপাতালে রোগীদের সঙ্গে কথা বলেন। তাদের অভাব অভিযোগ শুনলেন। হাসপাতালের বাথরুমের অব্যবস্থা নিয়ে সুপারকে যেমন সতর্ক করেন। তিনি জানান, ‘আগামী কয়েক মাসে হাসপাতালে রোগী পরিষেবার ক্ষেত্রে আমূল পরিবর্তন ঘটবে। ইতিমধ্যেই বেশ কিছু প্রকল্পের কাজ শুরু হয়েছে হাসপাতালে। হাসপাতালে দ্রুততার সঙ্গে মহিলা বিভাগে এসির ব্যবস্থা করা হবে ও এক্স-রে পরিষেবার জন্য নতুন করে পাওয়া যাবে। এর পাশাপাশি দিঘা স্টেট জেনারেল হাসপাতালে অপারেশন থিয়েটার চালু করা হবে।’
advertisement
দিঘা স্টেট জেনারেল হাসপাতাল নিয়ে স্থানীয় বাসিন্দাদের দাবি, হাসপাতালের মূল ভবন পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে। যখন তখন কংক্রিটের চাঙর খসে পড়ছে। উপকূলবর্তী মানুষজনদের পাশাপাশি দিঘায় আসা পর্যটকদের চিকিৎসার জন্য বড় ভরসা এই দিঘা স্টেট জেনারেল হাসপাতাল। সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি এই হাসপাতালের পরিকাঠামোগত উন্নয়নের পাশাপাশি চিকিৎসা পরিষেবা আরও উন্নতি হোক। দিঘা স্টেট জেনারেল হাসপাতালের চিকিৎসা পরিষেবার উন্নতিতে একগুচ্ছ পরিকল্পনা নেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।
advertisement
সৈকত শী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 09, 2024 6:11 PM IST