JU Student Death: বাড়ির সামনেই দুর্গাপুজোর প্যান্ডেলে তখন চলছিল কাজ, খবর এল 'মিষ্টু' নেই...! মুহূর্তে বদলাল ছবি, যাদবপুরের ছাত্রী মৃত্যুতে বাড়ছে ধোঁয়াশা

Last Updated:

JU Student Death: স্থানীয়দের কথায়, খুব ভাল পরিবার। কখনও নেশা করতে দেখা যায়নি। দেখা হলেই হাসিমুখে কথা বলতেন প্রতিবেশীদের সঙ্গে। তবে এই মৃত্যুর ঘটনায় আসল সত্য সামনে আসুক এখন সেটাই চাইছে নিমতার বাসিন্দারা। তাদের পরিচিত মিষ্টু (কলেজ ছাত্রীর) এমন মৃত্যু যেন মেনে নিতে পারছেন না কেউ।

News18
News18
নিমতা, রুদ্র নারায়ণ রায়: দুর্গাপুজোর আগে আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠার কথা ছিল গোটা পাড়ার। ললিত গুপ্ত স্ট্রিটের বাড়ির সামনে চলছে পুজোর প্যান্ডেল তৈরির কাজ। কিন্তু এক রাতেই যেন বদলে গেল চেনা পরিবেশ। সকাল থেকে শোকের ছায়ায় ঢেকে গোটা এলাকা। কারণ, নেই সকলের পরিচিত সবার প্রিয় হাসিখুশি মিষ্টি মুখের পাড়ার মেয়ে ‘মিষ্টু’। মিষ্টু নামেই তাঁকে চিনতেন প্রতিবেশীরা, ভাল নাম অনামিকা মণ্ডল। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী। রাতে তাঁর মৃত্যুর খবর আসতেই শোকে পাথর পরিবার ও প্রতিবেশীরা। সকলের চেনা মেয়েটি এইভাবে না ফেরার দেশে চলে গেল! যেন বিশ্বাসই করতে পারছেন না কেউ।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে আর্টস বিল্ডিংয়ের বিপরীতের পুকুর থেকে অচৈতন্য অবস্থায় অনামিকাকে উদ্ধার করেন সহপাঠী ও নিরাপত্তারক্ষীরা। সঙ্গে সঙ্গে তাঁকে কেপিসি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনার সময় বিশ্ববিদ্যালয়ের পার্কিংলটে একটি অনুষ্ঠান চলছিল। সেই অনুষ্ঠানস্থলের উল্টোদিকেই ইউনিয়ন রুম সংলগ্ন পুকুর থেকে মেলে অনামিকার দেহ। ঘটনার খবর পৌঁছনোর পর থেকেই এলাকায় নেমেছে শোকের ছায়া। কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। প্রতিবেশীদের চোখেও জল।
advertisement
advertisement

 

View this post on Instagram

 

A post shared by News18 Bangla (@news18bangla)

advertisement
কীভাবে এমন মর্মান্তিক পরিণতি? সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সকলের মনে। প্রশ্ন উঠছে, কীভাবে ঝিলে পড়ে গেলেন ছাত্রী? রাত পর্যন্ত কেন বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসের ভেতর অনুষ্ঠান চলছিল, তার অনুমতি ছিল কিনা। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মদের আসর বসেছিল, ঘটনাস্থলের কাছ থেকেও উদ্ধার হয়েছে মদের বোতল, পুলিশ সূত্রে খবর। তবে কী কোনওভাবে নেশাগ্রস্ত হয়ে পড়েছিলেন ওই ছাত্রী? উঠছে সেই প্রশ্নও।
advertisement
আরও পড়ুনঃ বিধানসভা ভোটের প্রার্থী করতে বড় টাকার খেলা! পুলিশের হাতে ধরা পড়ল অভিযুক্ত! অলকেশ-নাজমুল জুটির কাণ্ড শুনে চোখ কপালে উঠবে
স্থানীয়দের কথায়, খুব ভাল পরিবার। কখনও নেশা করতে দেখা যায়নি। দেখা হলেই হাসিমুখে কথা বলতেন প্রতিবেশীদের সঙ্গে। তবে এই মৃত্যুর ঘটনায় আসল সত্য সামনে আসুক এখন সেটাই চাইছে নিমতার বাসিন্দারা। তাদের পরিচিত মিষ্টু (কলেজ ছাত্রীর) এমন মৃত্যু যেন মেনে নিতে পারছেন না কেউ। যদিও পরিবারের তরফে এখনও মেলেনি কোনও প্রতিক্রিয়া। বাবা শুধু জানিয়েছেন, ‘আমরা কোনও অভিযোগ করিনি, যা করার পুলিশ করবে, পুলিশ তদন্ত করে দেখছে। আমি বলতে পারব না কীভাবে হল! আমি কি স্পটে ছিলাম?’ গোটা ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে। ময়না তদন্তের পরই মৃত্যুর আসল কারণ প্রকাশ্যে আসবে।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
JU Student Death: বাড়ির সামনেই দুর্গাপুজোর প্যান্ডেলে তখন চলছিল কাজ, খবর এল 'মিষ্টু' নেই...! মুহূর্তে বদলাল ছবি, যাদবপুরের ছাত্রী মৃত্যুতে বাড়ছে ধোঁয়াশা
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement