Durga Puja Donation: সরকারি অনুদান নিল, কিন্তু এমন কাজে ব্যয় করল বনগাঁর এই ক্লাব! ধন্য ধন্য চারিদিকে

Last Updated:

Durga Puja Donation: বনগাঁ ১২-র পল্লি স্পোর্টিং ক্লাব দুর্গাপুজোর অনুদান পেয়েছিল ৮৫ হাজার টাকা।

দারুণ উদ্যোগ
দারুণ উদ্যোগ
অনিরুদ্ধ কির্তনীয়া, বনগাঁ: আরজি কর কাণ্ডের প্রেক্ষিতে সরকারের দুর্গাপুজোর অনুদান প্রত্যাখ্যান করেছে একাধিক ক্লাব। কিন্তু এবার বনগাঁর একটি ক্লাব যা করল, তা প্রশংসা কুড়োচ্ছে সকলের। দুর্গাপুজোর সরকারি অনুদানের টাকা দিয়ে এবার জলমগ্ন এলাকার সাধারণ মানুষের হাতে ত্রাণ তুলে দিল বনগাঁ ১২-র পল্লি স্পোর্টিং ক্লাব।
বনগাঁ ১২-র পল্লি স্পোর্টিং ক্লাব দুর্গাপুজোর অনুদান পেয়েছিল ৮৫ হাজার টাকা। এক দিকে যখন পুজোর আনন্দ শুরু হচ্ছে, অন্য দিকে বনগাঁ পৌরসভার প্রায় ১৮ ওয়ার্ডের মানুষ জলমগ্ন। অনেকের কাজ বন্ধ। তাদের পাশে দাঁড়াতে বনগাঁ ১২-র পল্লি স্পোর্টিং ক্লাবের কর্ণধার নারায়ণ ঘোষের নেতৃত্বে রবিবার বনগাঁ পৌরসভার ১৫, ২০, ২২ নম্বর ওয়ার্ড সহ কয়েকটি ওয়ার্ডের সাধারণ মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়।
advertisement
advertisement
এদিকে, পুজোর অনুদান ফেরানো এখনও অব্যাহত রয়েছে। আরজি করকাণ্ডের প্রতিবাদে এবার অনুদান ফেরাল বৈদ্যবাটির পুজো কমিটি। পুজো যত এগিয়ে আসছে, আরজি কর ঘটনার প্রতিবাদে দুর্গাপুজোর সরকারি অনুদান প্রত্যাখ্যানের তালিকা দীর্ঘ হচ্ছে।
আরজি করের নির্যাতিতার বিচার চেয়ে নাগরিক সমাজ পথে নেমেছে। নিজেদের মতো করে প্রতিবাদ করছেন সকলেই। হুগলির উত্তরপাড়ার তিনটি, কোন্নগরের তিনটি, শ্রীরামপুরের দু’টি পুজো কমিটি অনুদান নেবে না বলে ঘোষণা করেছে আগেই। এবার সেই তালিকায় জুড়ল বৈদ্যবাটি বারোয়ারি দুর্গোৎসব সম্মিলনীর নাম।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja Donation: সরকারি অনুদান নিল, কিন্তু এমন কাজে ব্যয় করল বনগাঁর এই ক্লাব! ধন্য ধন্য চারিদিকে
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement