Durga Puja Donation: সরকারি অনুদান নিল, কিন্তু এমন কাজে ব্যয় করল বনগাঁর এই ক্লাব! ধন্য ধন্য চারিদিকে
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Durga Puja Donation: বনগাঁ ১২-র পল্লি স্পোর্টিং ক্লাব দুর্গাপুজোর অনুদান পেয়েছিল ৮৫ হাজার টাকা।
অনিরুদ্ধ কির্তনীয়া, বনগাঁ: আরজি কর কাণ্ডের প্রেক্ষিতে সরকারের দুর্গাপুজোর অনুদান প্রত্যাখ্যান করেছে একাধিক ক্লাব। কিন্তু এবার বনগাঁর একটি ক্লাব যা করল, তা প্রশংসা কুড়োচ্ছে সকলের। দুর্গাপুজোর সরকারি অনুদানের টাকা দিয়ে এবার জলমগ্ন এলাকার সাধারণ মানুষের হাতে ত্রাণ তুলে দিল বনগাঁ ১২-র পল্লি স্পোর্টিং ক্লাব।
বনগাঁ ১২-র পল্লি স্পোর্টিং ক্লাব দুর্গাপুজোর অনুদান পেয়েছিল ৮৫ হাজার টাকা। এক দিকে যখন পুজোর আনন্দ শুরু হচ্ছে, অন্য দিকে বনগাঁ পৌরসভার প্রায় ১৮ ওয়ার্ডের মানুষ জলমগ্ন। অনেকের কাজ বন্ধ। তাদের পাশে দাঁড়াতে বনগাঁ ১২-র পল্লি স্পোর্টিং ক্লাবের কর্ণধার নারায়ণ ঘোষের নেতৃত্বে রবিবার বনগাঁ পৌরসভার ১৫, ২০, ২২ নম্বর ওয়ার্ড সহ কয়েকটি ওয়ার্ডের সাধারণ মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়।
advertisement
advertisement
এদিকে, পুজোর অনুদান ফেরানো এখনও অব্যাহত রয়েছে। আরজি করকাণ্ডের প্রতিবাদে এবার অনুদান ফেরাল বৈদ্যবাটির পুজো কমিটি। পুজো যত এগিয়ে আসছে, আরজি কর ঘটনার প্রতিবাদে দুর্গাপুজোর সরকারি অনুদান প্রত্যাখ্যানের তালিকা দীর্ঘ হচ্ছে।
আরজি করের নির্যাতিতার বিচার চেয়ে নাগরিক সমাজ পথে নেমেছে। নিজেদের মতো করে প্রতিবাদ করছেন সকলেই। হুগলির উত্তরপাড়ার তিনটি, কোন্নগরের তিনটি, শ্রীরামপুরের দু’টি পুজো কমিটি অনুদান নেবে না বলে ঘোষণা করেছে আগেই। এবার সেই তালিকায় জুড়ল বৈদ্যবাটি বারোয়ারি দুর্গোৎসব সম্মিলনীর নাম।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 29, 2024 11:34 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja Donation: সরকারি অনুদান নিল, কিন্তু এমন কাজে ব্যয় করল বনগাঁর এই ক্লাব! ধন্য ধন্য চারিদিকে