Durga Puja 2025: কোটি টাকার পুজো মণ্ডপ, ঐতিহ্য ও শিল্পের অপূর্ব মেলবন্ধন পুরুলিয়ায় 

Last Updated:

Durga Puja 2025: পুরুলিয়া জেলার রঘুনাথপুরের তাঁতিপাড়া ষোলআনা কমিটির দুর্গাপুজো এবার অন্যরকম চমক নিয়ে হাজির হয়েছে। প্রায় ৩০০ বছরের প্রাচীন এই পুজোয় এবার মণ্ডপ নির্মিত হয়েছে রাজস্থানের ঐতিহ্যবাহী 'মাকরানা পাথর' দিয়ে। 

+
কোটি

কোটি টাকার পুজো মণ্ডপ

পুরুলিয়া, শান্তনু দাস: পুরুলিয়া জেলার রঘুনাথপুর শহরের তাঁতীপাড়া ষোলআনা কমিটির দুর্গাপুজো এবার নতুন চমক নিয়ে হাজির হয়েছে। প্রায় ৩০০ বছরের প্রাচীন এই পুজোর অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে এবারের মণ্ডপ, যা রাজস্থানের ঐতিহ্যবাহী ‘মাকরানা পাথর’ দিয়ে স্থায়ীভাবে নির্মিত হয়েছে। রাজকীয় ভঙ্গিতে নির্মিত এই মন্দিরটি শুধু জেলার মধ্যেই নয়, সমগ্র দক্ষিণবঙ্গে পুজোর আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।
১ কোটি টাকা বাজেটের এই স্থায়ী মন্দির দর্শন করতে এখন পুজোর দিনগুলোতে জেলার নানা প্রান্ত থেকে দর্শনার্থীদের ভিড় জমছে। চোখ ধাঁধানো মার্বেল পাথরের সূক্ষ্ম কারুকার্য, স্থাপত্যশৈলীর ব্যতিক্রমী নিদর্শন এবং ঐতিহ্যবাহী নকশা, সবকিছু মিলিয়ে মন্দিরটি হয়ে উঠেছে এক অনন্য সংস্কৃতি ও ধর্মীয় আবেগের বহিঃপ্রকাশ। বিশ্ববিখ্যাত মাকরানা মার্বেল পাথর, যা আগে তাজমহল-সহ বহু ঐতিহাসিক স্থাপত্যে ব্যবহৃত হয়েছে, এবার তার ছোঁয়া পেল পুরুলিয়ার দুর্গাপুজোর এই মন্দির নির্মাণেও।
advertisement
advertisement
এটি জেলার ইতিহাসে প্রথম, যেখানে রাজস্থানের এই মূল্যবান মার্বেল দিয়ে একটি পূর্ণাঙ্গ দুর্গা মন্দির নির্মিত হয়েছে। এটি নিঃসন্দেহে পুরুলিয়ার স্থাপত্য ও ধর্মীয় চর্চায় এক নতুন অধ্যায়ের সূচনা করল। তাঁতীপাড়া ষোলআনা কমিটির এই উদ্যোগ শুধু একটি ধর্মীয় স্থানের সৃষ্টি নয়, বরং এটি হয়ে উঠেছে পুরুলিয়ার সাংস্কৃতিক ঐতিহ্যের এক জীবন্ত প্রতীক। এক দিকে, এই মন্দির যেমন ধর্মীয় অনুভূতির সঙ্গে মানুষকে সংযুক্ত করছে, তেমনি অন্যদিকে ভবিষ্যতে এটি পর্যটনক্ষেত্র হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেই আশা করা যায়।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2025: কোটি টাকার পুজো মণ্ডপ, ঐতিহ্য ও শিল্পের অপূর্ব মেলবন্ধন পুরুলিয়ায় 
Next Article
advertisement
October Horoscope 2025: রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল অক্টোবর ২০২৫

  • দেখে নিন এই মাস কেমন যাবে আপনার ?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement