Durga Puja 2025: দুর্গাপুজোর থিমে সমাজ সচেতনতার পাঠ! মুর্শিদাবাদের পুজোয় বড় চমক, সীমিত বাজেটেই নজর কাড়ছে 'এই' কমিটি

Last Updated:

Durga Puja 2025: পুজোর থিমে সমাজ সচেতনতার বার্তা। ৪৮ তম বর্ষে বড় চমক দিচ্ছে সালারের মসড্ডা দক্ষিণপাড়া দুর্গাপুজো কমিটি। প্রতিমা শিল্পী তাপস পালের হাতে ফুটে উঠেছে দেবী দশভূজার রূপ।

+
সালারের

সালারের দুর্গাপুজোয় সমাজ সচেতনতার বার্তা

মুর্শিদাবাদ, তন্ময় মন্ডলঃ দুর্গাপুজোর থিমেই দেওয়া হচ্ছে সমাজ সচেতনতার বার্তা। ১৩৪২ বঙ্গাব্দ থেকে শুরু হয় এই পুজো। এই বছর ৪৮ তম বর্ষে পদার্পণ করেছেন সালারের মসড্ডা দক্ষিণপাড়া দুর্গাপুজো কমিটি। জেলার এই পুজো প্রতি বছর দর্শনার্থীদের চমক দেয়। গ্রামীণ এলাকায় এই পুজো হলেও অভিনব থিমে নজর কেড়ে নেন তাঁরা।
মুর্শিদাবাদের প্রত্যন্ত গ্রাম মসড্ডা। প্রতিমা শিল্পী তাপস পালের হাতে ফুটে উঠেছে দেবী দশভূজার রূপ। বর্তমানে পথ দুর্ঘটনার মতো ঘটনা ক্রমে বেড়েই চলেছে। তাই সাধারণ মানুষকে সচেতন করতে মণ্ডপসজ্জায় ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ ফুটিয়ে তোলা হয়েছে। এছাড়াও ১৮-এর নীচে পরিবারের কন্যাদের বিয়ে নয়, সেই বার্তাও দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ কাঠপুতুলে ভরা মণ্ডপসজ্জা! ছোটবেলার স্মৃতি চাঙ্গা করতে দেখে আসুন জেলার ‘এই’ পুজো, থিমে রয়েছে বিরাট চমক
গ্রাম্য এলাকায় বাল্যবিবাহের চল আজও আছে। এই বিয়ে নিয়ন্ত্রণের বার্তা মণ্ডপসজ্জায় তুলে ধরা হয়েছে। সেই সঙ্গেই সাম্প্রতিক অতীতে বাংলা ভাষাকে অপমান করে বিভিন্ন রাজ্যে বাঙালিদের হেনস্থার অভিযোগ উঠেছে। মণ্ডপসজ্জার থিমে বাংলা ভাষা গর্বের সেটাও ফুটে উঠেছে।
advertisement
advertisement
পুজো কমিটির সভাপতি রাজু ঘোষ জানিয়েছেন, বাংলা ভাষা আমাদের গর্ব, সেফ ড্রাইভ সেভ লাইভ, গাছ লাগান প্রাণ বাঁচান, শিশুর ইচ্ছে নীরবে বন্দি ও বাল্যবিবাহ রোধ ফুটিয়ে তোলা হয়েছে। শিল্পী নিতাই মাঝি অক্লান্ত পরিশ্রম করে এই মণ্ডপসজ্জা ফুটিয়ে তুলেছেন। প্রায় চার লক্ষ টাকা বাজেটের এই গ্রামীণ পুজো সকলের মন জয় করছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বেশ কয়েক বছর সমাজ সচেতনতায় বিশ্ব বাংলা শারদ সম্মান পুরস্কার এসেছে ঝুলিতে। তাই সমাজ সচেতনতার পাঠ দিতেই গ্রাম্য পরিবেশে এই পুজোয় বিশেষ থিম ফুটিয়ে তোলা হয়েছে। দুর্গাপুজো মানে শুধু পুজোর আনন্দ ভাগ করে নেওয়া নয়, মানুষের মধ্যে সমাজ সচেতনতার বার্তা দিতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2025: দুর্গাপুজোর থিমে সমাজ সচেতনতার পাঠ! মুর্শিদাবাদের পুজোয় বড় চমক, সীমিত বাজেটেই নজর কাড়ছে 'এই' কমিটি
Next Article
advertisement
West Bengal Weather Update: বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রূকুটি ! পুজোর দিনগুলিতে কবে কবে বৃষ্টি হতে পারে? জেনে নিন
বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রূকুটি ! পুজোর দিনগুলিতে কবে কবে বৃষ্টি হতে পারে? জেনে নিন
  • বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রূকুটি !

  • বৃষ্টি হবেই

  • পুজোর দিনগুলিতে কবে কবে বৃষ্টি হতে পারে?

VIEW MORE
advertisement
advertisement