বাংলার বুকে একটুকরো আমাজন! গা ছমছমে রহস্যময় জঙ্গল, দেখা যাবে...! জেলার পুজোয় বড় চমক

Last Updated:

Durga Puja 2025: গাছের ঝুরি ধরে গাছের ফাঁকফোকর বেয়ে জঙ্গল পেরিয়ে জঙ্গলের মাঝে প্রায় ৫০ ফুট উপরে উঠলে দেবী দুর্গার দর্শন পাওয়া যাবে

+
আমাজনের

আমাজনের জঙ্গল থিমের পুজো প্যান্ডেল

দাসপুর, পশ্চিম মেদিনীপুর, মিজানুর রহমানঃ বাতাসে পুজো পুজো গন্ধ, আকাশে পেঁজা তুলোর মতো মেঘ। দুঃখ, যন্ত্রণা ভুলে দুর্গাপুজোর ক’টা দিন বাঙালি মেতে উঠবে আনন্দে। শহর থেকে গ্রাম, সব জায়গাতেই ইতিমধ্যেই প‍্যান্ডেল বাঁধা শুরু হয়েছে। যাঁরা থিমের উপর প‍্যান্ডেল করেন সেইসমস্ত থিমের কাজও শুরু হয়ে বেশ খানিকটা এগিয়ে গিয়েছে। সেইসব থিম এখনও খুব পরিষ্কার বোঝা না গেলেও বোধগম্য হয়েই যাচ্ছে কে কী ফুটিয়ে তুলতে চাইছেন। প্রাক পুজো পরিক্রমায় ক‍্যামেরায় উঠে এল তেমনই এক নজরকাড়া ছবি। দাসপুরে এবার নাকি আমাজনের জঙ্গল!
অবাক হচ্ছেন? দক্ষিণ আমেরিকার আমাজনের জঙ্গলের কথা নিশ্চয়ই শুনেছেন? অ্যানাকোন্ডা সাপ, আমাজন নদী, আদিম মানুষ- সব মিলিয়ে আস্ত আমাজন জঙ্গল এবার দাসপুরের গোপালপুরে। ২০২৫-এর সর্বজনীন দুর্গোৎসবের ভাবনায় এবার গোপালপুরে আমাজনের জঙ্গল।
আরও পড়ুনঃ রাজস্থান না গেলেও হবে! রাজমহলের মহিমা নিয়ে হাজির আসানসোলের পুজো
সবে মাত্র মণ্ডপের কিছুটা কাজ এগিয়েছে। আস্ত একটা বিশালাকার বট গাছ। সেই গাছের ঝুরি ধরে গাছের ফাঁকফোকর বেয়ে জঙ্গল পেরিয়ে জঙ্গলের মাঝে প্রায় ৫০ ফুট উপরে উঠলে দেবী দুর্গার দর্শন পাওয়া যাবে। এখনই এই জঙ্গলে প্রবেশ করতে গা ছমছম করছে। উপরে তাকালে বটের ঝুরি। মনে হচ্ছে এই বুঝি সেই অ্যানাকোন্ডা নেমে এল! এরই পাশে থাকবে আমাজনের নদী। থাকবে আমাজনের জঙ্গলের পশু পাখি। তাঁদের ভয়ঙ্কর আওয়াজ শোনা যাবে।
advertisement
advertisement
রাতের অন্ধকারে আলো-আঁধারির মাঝে এই গোপালপুরে ঠাকুর দেখতে আসা বেশ রোমাঞ্চকর হবে বলেই আশা করা হচ্ছে। মণ্ডপে ঢুকলে অনুভূত হবে এক রোমাঞ্চ। নীচে থাকবে আমাজন নদী ও মানুষখেকো সব হিংস্র জীবজন্তু!
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সব মিলিয়ে, মা আসার অপেক্ষায় দিন গুনছে বাঙালি। হাতে এখনও কয়েকটা দিন। তারপরই আলোয় আলোয় ভরে উঠবে আকাশ। কিংবদন্তী বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহালয়া জানান দেবে পুজো শুরু হতে হাতেগোনা কয়েকটা দিনের অপেক্ষা।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বাংলার বুকে একটুকরো আমাজন! গা ছমছমে রহস্যময় জঙ্গল, দেখা যাবে...! জেলার পুজোয় বড় চমক
Next Article
advertisement
'৮ মাস আগেই GST সংস্কারের নির্দেশ দিয়েছিলেন মোদি'! কিন্তু...একান্ত সাক্ষাৎকারে কী বললেন নির্মলা?
'৮ মাস আগেই GST সংস্কারের নির্দেশ দিয়েছিলেন মোদি'! কিন্তু...সাক্ষাৎকারে বললেন অর্থমন্ত্রী
  • আট মাস আগেই নির্মলা সীতারামনকে জিএসটি সংস্কারের নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একান্ত সাক্ষাৎকারে জানালেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

VIEW MORE
advertisement
advertisement